সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জামাতির অত্যাচার দেখছেন, ক্ষমতা এত সোজা নারে কাঠ মোল্লা’ শিরোনামের একটি ভিডিও প্রচারিত হচ্ছে। ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি সাধারণ জনগণকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। আলোচিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, লাঠি হাতে থাকা ওই ব্যক্তি একজন জামায়াত ইসলামী সদস্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২০ সালের এপ্রিলে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আমিনুর রহমান আমিন সাধারণ মানুষকে লাঠিপেটা করার ঘটনার। তিনি টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের নেতা।
দাবিকৃত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘University Life’ নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ৭ এপ্রিল ‘টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা’ ক্যাপশনে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ২০২০ সালের ০৮ এপ্রিল বাংলানিউজ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই ঘটনার বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ৭ এপ্রিল টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আমিনুর রহমান আমিন করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সাধারণ মানুষকে লাঠিপেটা করেন।
এ ঘটনায় টাঙ্গাইল জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষের ওপর এমন আচরণের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
সমালোচনার মুখে ৮ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও বার্তায় ক্ষমা চান আমিনুর রহমান আমিন। তিনি বলেন, ‘সারাদেশে করোনা ভাইরাস যেভাবে মহামারি আকার ধারণ করেছে, সে লক্ষ্যে টাঙ্গাইল বাসীকে সুরক্ষা করা এবং ঘরে ফেরানোর জন্য আবেগের বশে জনগণের সঙ্গে খারাপ আচরণ করেছি। এজন্য আমি লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওতে লাঠি হাতে থাকা পাঞ্জাবি পরিহিত ব্যক্তির মিল দেখা যায়।
এছাড়া অনুসন্ধানে, তিনি টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
সুতরাং, ২০২০ সালে শ্রমিক লীগ নেতার লাঠিপেটার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- University Life: Facebook Post
- Banglanews24: সামাজিক দূরত্ব না মানায় মারধর, ক্ষমা চাইলেন ‘ক্যাডার আমিন’
- Aminur Rahman Amin: Facebook post