গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ও সমর্থক দেশ ছেড়েছেন। এরই প্রেক্ষিতে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গুন্ডা সাথে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমনের নামে প্রচারিত ভিডিওটি গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ের নয় বরং, ভিডিওটি গত জুলাই মাস থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Barrister Suman M.P’ নামের ফেসবুক পেজে গত ২৭ জুলাই ‘ভক্তরা কতটা ভালোবাসে।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, এটা নিশ্চিত যে ভিডিওটি ০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ের নয়। তবে ব্যারিস্টার সুমন বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
সুতরাং, পুরোনো ভিডিওকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গুন্ডা সাথে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Barrister Suman M.P: ভক্তরা কতটা ভালোবাসে।
- Jamuna TV: ফেসবুক প্রোফাইল লাল করা নিয়ে কী বললেন ব্যারিস্টার সুমন? | Barrister Sumon | Jamuna TV
- Rumor Scanner’s Own Analysis