সম্প্রতি, গাজার বিরুদ্ধে যুদ্ধ করার সময় ১২ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজার বিরুদ্ধে যুদ্ধ করার সময় ১২ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো প্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই এই দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধনে ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১ নভেম্বর!”Indian-Origin Israeli Soldier, 20, Killed In Fighting In Gaza” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের গাজা উপাত্যকায় যুদ্ধে নিহত ইসরায়েলি যোদ্ধাদের মধ্যে স্টাফ-সার্জেন্ট হালেল সলোমন নামক ২০ বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত সৈনিক ছিলেন।
ভারতীয় গণমাধ্যম Hindustan Times এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
এছাড়া, ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফিলিস্তিনে গাজার বিরুদ্ধে যুদ্ধ করার সময় ১২ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজার বিরুদ্ধে যুদ্ধ করার সময় ১২ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র