সম্প্রতি “হজরত শেখ হাসিনা সরকার, তুমার ডিজিটাল রোড” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ সংক্রান্ত ফেসবুকের ভাইরাল একটি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের রাস্তা দাবিকৃত ভিডিওটি এখন অবধি প্রায় ৭ লাখ ২৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। শেয়ার করেছেন ৩৯০০ জন।
ফেসবুকের ভাইরাল পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে টিকটকেও ভাইরাল হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। গত সেপ্টেম্বরে voicer_rasel_vai_10 নামের একটি অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি এখন অবধি প্রায় ৮৮ লক্ষাধিক বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে আড়াই লক্ষাধিক।
উক্ত ভিডিওটি সহ টিকটকের একাধিক অ্যাকাউন্ট থেকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো রাস্তার নয় বরং ইন্দোনেশিয়ার একটি রাস্তার ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের রাস্তার অবস্থা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে ২০২২ সালের ১৭ নভেম্বর ‘RODA JALANAN’ নামক ইউটিউব চ্যানেলে ‘Today !! Bad Events on Steep Grades || Heavy Truck and Bus’ শীর্ষক শিরোনামে ৫৪ মিনিট সময়ের আলোচিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।
আলোচিত ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা নামক রোডে ধারণকৃত ভিডিও।
এছাড়া, ‘RODA JALANAN’ ইউটিউব চ্যানেলে একই রাস্তার বেশ কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, জায়গাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম ‘TV One News’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২০ এপ্রিলে ‘Jalur Mudik Jalinsum Batu Jomba di Tapanuli Selatan Mulai Diperbaiki’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটিতে স্থানটিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের বাতু জোম্বা এলাকার রাস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থ রাস্তাটির মেরামত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, গুগল ম্যাপ অনুসন্ধানেও জায়গাটিকে উত্তর সুমাত্রা প্রদেশের বলে নিশ্চিত হওয়া যাচ্ছে।
মূলত, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্থ একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের রাস্তা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি বাংলাদেশের কোনো রাস্তার নয়। প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি ক্ষতিগ্রস্থ রাস্তার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে চীনের রাস্তার ছবিকে বাংলাদেশের মিঠামইনের রাস্তা এবং চীনের কাওহাই টানেলের ভিডিওকে বঙ্গবন্ধু টানেল দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সেসময়ে বিষয়গুলোকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইন্দোনেশিয়ার একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের রাস্তার চিত্র দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ‘RODA JALANAN’ Youtube: Today !! Bad Events on Steep Grades || Heavy Truck and Bus
- ‘TV One News’ Website: Jalur Mudik Jalinsum Batu Jomba di Tapanuli Selatan Mulai Diperbaiki
- Google Maps: Pos Batu Jomba
- Rumor Scanner’s own analysis