ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের ঘটনার দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

গত এপ্রিলে কয়েকদিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় দুইটি আলাদা ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ভূমিকম্পের ঘটনায় দেশীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ছয়টি ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত ছবিগুলো যুক্ত করে গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু প্রতিবেদন দেখুন দৈনিক সংগ্রাম, সময় টিভি, নিউজবাংলা২৪, সময়ের আলো, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার।

এসব ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো গত এপ্রিলের নয় বরং পূর্বের বিভিন্ন ভূমিকম্পের ঘটনার ছবিকে ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের দাবিতে প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

Screenshot: Daily Sangram

গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তরে ভূমিকম্প আঘাত হানার ঘটনায় আলোচিত ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সংগ্রাম

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি উক্ত ঘটনার নয়। এ নিয়ে অনুসন্ধানে সংবাদ সংস্থা ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির ওয়েবসাইটে Earthquake aftermath Sulawesi island (আর্কাইভ) শীর্ষক শিরোনামে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: The European Pressphoto Agency

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আলোচিত ছবিটি ২০২১ সালের ১৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার পশ্চিম সোলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার পরে দেশটির উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকদের উদ্ধার কার্যক্রমের।

ছবি যাচাই ২

Screenshot: Daily Somoyer Alo

একই ঘটনার খবরে ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ছবিটি এপ্রিলে ইন্দোনেশিয়ায় সংঘটিত ভূমিকম্পের নয় বরং এটি ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর দেশটির সোলাওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও এরপরে হওয়া সুনামিতে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি।

Screenshot: BBC News

এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম BBC News এ ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

ছবি যাচাই ৩

Screenshot: Somoy News

একই ঘটনার খবরে এপি’র সূত্রে এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভি।

তবে এপির সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ২০২২ সালের ১৫ জানুয়ারি ‘Strong quake shakes Indonesia’s capital; no tsunami alert‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।

Screenshot: AP News

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ জানুয়ারি ইন্দোনেশিয়ার জাকার্তায় ভূমিকম্পের পরে মানুষ অফিস ভবনের বাইরে অপেক্ষা করছে। 

অর্থাৎ, ছবিটি গত এপ্রিলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সংঘটিত ভূমিকম্পের নয়।

ছবি যাচাই ৪

১৪ এপ্রিলের পর গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে নিউজবাংলা২৪

Screenshot: Newsbangla24

তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি আলোচিত ভূমিকম্পের নয় বরং ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর সূত্রে জানা যায়, উক্ত ছবিটি ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মেনটাওয়াই দ্বীপে ভূমিকম্পের পরে মানুষের ঘরের বাইরে জড়ো হওয়ার একটি ছবি।

Screenshot: Getty images

ছবি যাচাই ৫

একই ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে ভোরের কাগজ।

Screenshot: Bhorer Kagoj

তবে ছবিটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি ২০২১ সালের ১৪ জানুয়ারি ইন্দোনেশিয়ার পশ্চিম সোলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের পরে উদ্ধারকারীদের একটি উদ্ধার অভিযানের ছবি, যা ১৬ জানুয়ারি তোলা হয়েছিল।

Screenshot: UNICEF

ছবি যাচাই ৬

একই ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে ডেইলি মেসেঞ্জার।

Screenshot: Daily Messenger

তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি প্রকৃতপক্ষে ২০২১ সালের ১৪ ডিসেম্বর ইন্দোনেশিয়ারই দক্ষিণ সোলাওয়েসি দ্বীপে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্পের সময়কার।

Screenshot: BBC News

অর্থাৎ, গণমাধ্যমগুলোতে ইন্দোনেশিয়ায় গত এপ্রিলে সংঘটিত দুইটি আলাদা ভূমিকম্পের ঘটনায় প্রচারিত এই ছবিগুলোর কোনোটিই গত এপ্রিলে সংঘটিত ভূমিকম্পের ঘটনার নয়।

গণমাধ্যমের প্রতিবেদনে ছবিগুলো বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত, কেউ-বা ছবিসূত্র হিসেবে বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ করেছে। কতিপয় গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখেনি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ, বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো ইন্দোনেশিয়ার সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।

মূলত, গত এপ্রিলে ইন্দোনেশিয়ার দুইটি আলাদা ভূমিকম্পের ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত খবরে ইন্দোনেশিয়ার পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার সংবাদের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে। প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো ইন্দোনেশিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

সুতরাং, ইন্দোনেশিয়ায় দুইটি ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একাধিক পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img