সম্প্রতি, ‘একজন মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য সকলের সহযোগিতা চাচ্ছি ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি দেশ ও বিদেশ সকল প্রবাসী ভাই-বোনদেরকে বলছি সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে।’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, অটোচালক সিরাজ মিয়ার মেয়ে ছামিয়া জান্নাত গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি আছেন। শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশু ছামিয়া জান্নাত নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ভারতের রোগাক্রান্ত শিশু ঋষিতার ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Impact Guru’ এর ফেসবুক পেজে “8-year-old Rishita’s health is rapidly declining due to Lupus and Chronic Kidney Disease. Her kidney is failing.” শীর্ষক শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে আলোচিত পোস্টের শিশুর ছবির মিল খুঁজে পাওয়া যায়।

প্লাটফর্মটির ওয়েবসাইট থেকে জানা যায়, ছবিটি ভারতের ঋষিতা নামে এক শিশুর। ঋষিতা বর্তমানে আইসিইউতে আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বাস্থ্য স্থিতিশীল করার জন্য তাকে নিবিড় চিকিৎসা এবং ক্রমাগত পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার পরিবার চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। তবে নির্দিষ্ট কোন অর্থের পরিমাণ উল্লেখ নেই সেখানে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ছামিয়া জান্নাত নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ নাম্বারে 01739478657 এ যোগাযোগ করা হলে উক্ত দাবির বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু ছামিয়া জান্নাতের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু ছামিয়া জান্নাত চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Impact Guru – 8-year-old Rishita’s health is rapidly declining due to Lupus and Chronic Kidney Disease. Her kidney is failing.
- Impact Guru – Website