ছেলের হাতে ভারতীয় অভিনেত্রী বীণা কাপুরের খুনের সংবাদটি মিথ্যা

সম্প্রতি ”সম্পত্তিই কাল হলো, ছেলের হাতে খুন হলেন বর্ষীয়ান অভিনেত্রী-“ শীর্ষক শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন প্রথম আলো, চ্যানেল আই, যুগান্তর, এনটিভি, ভোরের কাগজ, আজকের পত্রিকা, জাগোনিউজ২৪
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন

এবিনিউজ২৪, কালেরকণ্ঠ, জাগোনিউজ২৪, আমাদের সময়, আজকের পত্রিকা, যমুনা টিভি, যুগান্তর, জনকণ্ঠ, ইনকিলাব, ভোরের কাগজ, বাংলা ইনসাইডার, কালবেলা, ঢাকাটাইমস২৪, ডেইলি বাংলাদেশ, এনটিভি, বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, আজকের পত্রিকা, ঢাকা পোস্ট, পূর্ব-পশ্চিম বিডিসংবাদ প্রকাশঢাকা প্রকাশ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভারতের বর্ষীয়ান টেলিভিশন অভিনেত্রী বীণা কাপুরের তাঁর ছেলের হাতে খুন হওয়ার তথ্যটি সঠিক নয় বরং বীণা কাপুর নামে ভিন্ন আরেক নারীর খুনের ঘটনাকে ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বীণা কাপুরের নামে প্রচার করা হয়েছে৷ তাছাড়া অভিনেত্রী বীণা কাপুরের ছেলের নাম শচীন কাপুর নয় বরং অভিষেক চাড্ডা। গণমাধ্যমে উল্লিখিত শচীন কাপুর মারা যাওয়া নারীর ছেলে।

গুজবের সূত্রপাত

ভারতীয় গণমাধ্যম India TV সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি তার ৭৪ বছর বয়সী মা বীণা কাপুরকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বেসবল ব্যাট দিয়ে মাথায় আঘাত করে হত্যা এবং তার লাশ নদীতে ফেলে দিয়েছে।

এছাড়া ভারতীয় গণমাধ্যম Economics Times এর একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, বীণা কাপুরের খুনের এ সংবাদটি ছড়িয়ে পড়লে অভিনেত্রী বীণা কাপুরের সহকর্মী নিলু কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বীণা কাপুরের খুনের বিষয়টি প্রকাশ করেন এবং পুলিশে অভিযোগ দেন৷

এরপরই এই সংবাদটি ভারতীয় গণমাধ্যমে দেশটির জনপ্রিয় টিভি অভিনেত্রী বীনা কাপুর তার ছেলের হাতে খুন হয়েছেন দাবিতে ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ দেখুন 

আনন্দবাজার, Zee News, Economics times, Bangla hunt, Ei Samay, Sangbad Pratidin, News18 Bangla, Wbnews24, Etv bharat, Hindustan times Bangla

India TV এর ঐ প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, টিভি অভিনেত্রী বীনা কাপুরের খুনের সংবাদটি ছড়িয়ে পড়লে পরবর্তীতে তিনি নিজেই তার মৃত্যুর গুজব ছড়ানোর দায়ে থানায় অভিযোগ দিয়েছেন। 

এছাড়া ভারতীয় সংবাদ সংস্থা ANI এর ভ্যারিফাইড টুইটার একাউন্টে গত ১৫ ডিসেম্বর থানায় অভিযোগের ব্যাপারে বীণা কাপুর ও তার ছেলে অভিষেক কাপুরের একটি ভিডিও সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। 

সাক্ষাৎকারটিতে বীণা কাপুর বলেন, ‘এটা সত্য যে বীণা কাপুর মারা গেছেন, তবে সেটা আমি নই। আমাদের নাম এক, কিন্তু আমি থাকি গোরগাঁওয়ে, জুহুতে নয়। আমিও আমার ছেলের সাথে থাকি, তাই মানুষ ভেবেছে যে খুন হয়েছে সে আমি! আমি সবাইকে বলতে চাই আমি ভালো আছি, বেঁচে আছি। ভুয়া সংবাদের পেছনে ছুটবেন না৷’

অপরদিকে ভারতীয় গণমাধ্যম Free Press Journal এ গত ৮ ডিসেম্বর ‘Mumbai Crime: Juhu man kills mom with cricket bat over property dispute, dumps body in Matheran with servant’s help‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মুম্বাইয়ের জুহুতে ৭২ বছর বয়সী মা বীণা কাপুরকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মারার অভিযোগে ঐ নারীর ছেলে ৪৫ বছর বয়সী শচীন কাপুর সহ একজনকে গ্রেফতার করেছে। 

মূলত, ভারতের মুম্বাইয়ের জুহুতে সম্পদ নিয়ে বিরোধের জেরে শচীন কাপুর নামে ৪৫ বছর বয়সী ছেলে তার ৭২ বছর বয়সী মা বীণা কাপুরকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা এবং তার মরদেহ নদীতে ফেলে দেন৷ এই ঘটনাটিকেই ভারতীয় গণমাধ্যম টিভি অভিনেত্রী বীনা কাপুরের খুনের সংবাদ হিসেবে প্রচার করে। পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম সূত্রে এই সংবাদ বাংলাদেশী গণমাধ্যমেও প্রচার হয়। তবে পরবর্তীতে এই ঘটনায় টিভি অভিনেত্রী বীনা কাপুর তার মৃত্যুর গুজব ছড়ানোর দায়ে মুম্বাই থানায় অভিযোগ দায়ের করেন এবং গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা সত্য যে বীণা কাপুর মারা গেছেন, তবে সেটা আমি নই। আমাদের নাম এক, কিন্তু আমি থাকি গোরগাঁওয়ে, জুহুতে নয়। আমিও আমার ছেলের সাথে থাকি, তাই মানুষ ভেবেছে যে খুন হয়েছে সে আমি! আমি সবাইকে বলতে চাই আমি ভালো আছি, বেঁচে আছি। ভুয়া সংবাদের পেছনে ছুটবেন না৷’

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাগোনিউজ২৪, প্রথম আলো, আজকের পত্রিকা, আরটিভি, ঢাকাটাইমস২৪, আমাদের সময়, ঢাকা পোস্ট, ইনকিলাব তাদের এই সংক্রান্ত প্রতিবেদনগুলো হালনাগাদ করে নিয়েছে।

সুতরাং, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে  ভারতের বর্ষীয়ান টেলিভিশন অভিনেত্রী বীণা কাপুরের তাঁর ছেলের হাতে খুন হওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img