ভারত-পাকিস্তান সেনাবাহিনীর সংঘর্ষ দাবিতে প্রচারিত ছবিটি আয়ারল্যান্ডের 

সম্প্রতি, ‘ভোর ৫:৩০ কাশ্মীরে ভারত পাকিস্তান আর্মি দের ভরপুর মারামারি চলতাছে যতো দূর শুনা যাচ্ছে ইন্ডিয়ান দুই চেক পোস্ট উরিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি  টানা ২ ঘন্টা যাবত ফায়ারিং চলছে যদি না থামে আগামী ১/২ ঘন্টার মধ্যে অফিসিয়াল যুদ্ধের ঘোষণা আসতে পারে দুই দেশ থেকেই’ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে দাবিতে প্রচারিত ছবিটি উক্ত ঘটনার নয়। প্রকৃতপক্ষে, আয়ারল্যান্ডের পর্বতমালার পাদদেশে আগুনের ছবিকে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Barra Best’ নামক একটি ফেসবুক পেজে চলতি বছরের ১৮ মার্চে ‘Fires tonight in the Mourne area in County Down, at Castlewellan. Photos by Claire Paine.’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত পোস্টে একই ছবি দেখতে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত ফেসবুক পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে চলতি বছরের ১৮ মার্চ ‘Mourne Mountains fire believed to be ‘deliberate’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BBC 

প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ মার্চ (২০২৫) আয়ারল্যান্ডের মরনে পর্বতমালার পাদদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নর্দার্ন আয়ারল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস (এনআইএফআরএস) বলছে, কাউন্টি ডাউনের ক্যাসলেওয়েলানের বাইরে আল্টনাডু রোডে প্রায় ২০০ মিটার গর্সে আগুন লাগার খবর পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এছাড়াও, দেশের একাধিক গণমাধ্যমে আলোচিত বিষয়টি নিয়ে সেসময়ে প্রতিবেদন (, ) প্রকাশিত হয়।

অর্থাৎ, আয়ারল্যান্ডের আগুনের ছবিকে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img