সম্প্রতি, বিভিন্ন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় “কাপড় বিতরণ করতে গিয়ে বিতরণকারী কাপড় নিতে আসা এক মহিলাকে আঘাত করে বসে।” ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
পরবর্তীতে এই বিষয়টি নিয়ে “সংসদ সদস্যের শাড়ি নিতে গিয়ে মার খেলেন বৃদ্ধা, ভিডিও ভাইরাল” শীর্ষক শিরোনামে অনলাইনে সংবাদ প্রকাশ করে সংবাদ মাধ্যম ঢাকাটাইমস।
ঢাকাটাইমস তাদের সংবাদের শিরোনামে “ভিডিও ভাইরাল” শব্দদ্বয় ব্যবহার করেছে যেটা সাধারণত সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও ভাইরাল হলে গণমাধ্যমগুলো এভাবে শিরোনাম করে থাকে। ফলে যে কেউ শুধুমাত্র শিরোনাম পড়লে ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে।

এমনকি সংবাদের বিস্তারিত অংশেও ঢাকাটাইমস উল্লেখ করেছে ঘটনাটি সাম্প্রতিক সময়ের।

অর্থাৎ, দাবি করা হচ্ছে আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত ‘সংবাদ’ দেখুন ‘ঢাকাটাইমস২৪’ (আর্কাইভ)। এছাড়াও ঢাকাটাইমস তাদের ফেসবুক পেজেও সংবাদটি শেয়ার করে, দেখুন এখানে (আর্কাইভ)।
সংবাদ অনুযায়ী ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে ভেবে ঢাকাটাইমস এর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শেয়ার করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সংসদ সদস্যের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার মার খাওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২২ সালের ২৭ তম রমজানের (২৯ এপ্রিল) ঘটনা।
বিভ্রান্তির নমুনা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত ভিডিওটির কমেন্টবক্সে নানাবিধ মন্তব্য পাওয়া গেছে। যাদের অনেকেই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার ভেবে সে অনুযায়ী মন্তব্য করেছেন। আবার অনেকে ভিডিওটি সাম্প্রতিক ভেবে ভিডিওর সাথে সাম্প্রতিক ঘটনার মতো করে ক্যাপশন বা প্রতিক্রিয়া লিখে শেয়ার করেছেন। একই উদাহরণ (সাম্প্রতিক ভেবে বিভ্রান্তির) পাওয়া যায় ব্যবহারকারীদের দ্বারা ঢাকাটাইমসের প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের ক্ষেত্রেও।

অনুসন্ধান
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে “Sathkhira Bulletin” লেখা ও লোগো পরিলক্ষিত হয়। পরবর্তীতে “Sathkhira Bulletin” এর পেজ-এ গত ২১ মার্চ “সাতক্ষীরা বুলেটিন: আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দল কে চাঙ্গা করতে মরিয়া…” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি (আর্কাইভ) পাওয়া যায়।

ভিডিওটির একটি মূহূর্তের সাথে ‘ঢাকা টাইমস২৪’ এ প্রকাশিত সংবাদের ছবির সাথে হুবহু মিলে যায়।

পরবর্তীতে,’Satkhira Bulletin’ এর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। সাতক্ষীরা বুলেটিন কর্তৃপক্ষ এর একজন রিউমর স্ক্যানারকে জানান, তিনি ভিডিওটি ২০২২ সালের আরবি রমজান মাসের ২৭ (২৯ এপ্রিল) তারিখ ধারণ করেছিলেন। তিনি বলেন, ২০২২ সালের ২২ এপ্রিল (২৭ রমজান) সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির কথামতো তার বাসভবনের সামনের রাস্তায় যাকাতের শাড়ি বিতরণ কার্যক্রম চলছিলো। সাংসদের পক্ষ থেকে শড়ি বিতরণ করছিলেন তার মামাতো ভাই। এক পর্যায়ে কোনো কারণে তিনি ভিডিওতে দেখানো মহিলার মাথায় শাড়ি দিয়ে আঘাত করেন।
এছাড়াও, সাতক্ষীরার স্থানীয় এক প্রতিনিধির মাধ্যমে ভুক্তভোগীর সাথে সরাসরি কথা বলেও জানা গেছে ঘটনাটি গত বছর ২৭শে রমজানের সময়কার।
অর্থাৎ, সংসদ সদস্যের দানের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্থা হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ২০২২ সালের ২৯ এপ্রিলে ধারণকৃত।
মূলত, গত বছরের ২৯ এপ্রিল সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ বাসভবনের সামনের রাস্তায় যাকাতের শাড়ি বিতরণ কার্যক্রম চলাকালীন বিতরণকারী এক পর্যায়ে সেই মহিলার মাথায় শাড়ি দিয়ে আঘাত করে। পরবর্তীতে আব্দুল্লাহ আল মাহফুজ এই ভিডিওটি কোনো কারণে তার নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করলে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি সাম্প্রতিক ভিডিও বলে দাবি করছে।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ে সভাপতি পদ লাভ করেছেন। সে কারণে-ই পুরাতন ভিডিওটি পুনরায় ছড়িয়ে পড়েছে বলে মতামত দিয়েছেন স্থানীয় একজন সাংবাদিক।
প্রসঙ্গত, পূর্বেও ভিডিও ভিত্তিক বেশকিছু তথ্য যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সংবাদমাধ্যমে সংসদ সদস্যের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্তা হওয়া শীর্ষক ভিডিওর পুরোনো ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner`s own analysis
- Satkhira Bulletin – Facebook
- Interview of victim