কঙ্গোতে গত ০২ এপ্রিল ভূমিধসের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত খবরে একটি ছবি প্রচার করা হয়েছে।
উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন সময় টিভি, বাসস, ডেইলি সান,দীপ্ত টিভি (ইউটিউব থাম্বনেইল), প্রতিদিনের সংবাদ।
একই দাবিতে থাম্বনেইল সম্বলিত ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই ছবি ব্যবহার করে ইউটিউবের থাম্বনেইল সম্বলিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
একই ছবি চলতি বছরের জানুয়ারিতে কঙ্গোর মাটিধ্বসের ঘটনা দাবিতে প্রচার করেছে ডেইলি বাংলাদেশ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৯ সালে কঙ্গোতে ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত সড়কের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে তুরস্কের সংবাদমাধ্যম TRT World এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন এবং ছবির ক্যাপশন থেকে জানা যায়, সে সময় কঙ্গোতে ভারী বর্ষণের ফলে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় একাধিক সড়ক। দেশটির লেম্বা জেলায় উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কের ছবি এটি।
পরবর্তীতে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটে একই দিন (২০১৯ সালের ২৬ নভেম্বর) প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সংবাদ সংস্থা এএফপির জন্য ছবিটি তুলেছিলেন আঙ্গে কাসোঙ্গো।
অর্থাৎ, কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিটি সংগৃহিত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখে নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে সংগৃহিত উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিটি সাম্প্রতিক ভূমিধসের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।
কঙ্গোর ভূমিধস বিষয়ে সময় টিভির টাইপিংয়ে গন্ডগোল?
সময় টিভির ওয়েবসাইটে কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভূমিধস ঘটেছে গত ০২ মার্চ রবিবার।
কিন্তু গত ০২ মার্চ রবিবার ছিল না। ছিল মঙ্গলবার।
অনুসন্ধানে জানা যায়, কঙ্গোতে ভূমিধসের ঘটনাটি ঘটেছে গত ০২ এপ্রিল রবিবার।
মূলত, গত ০২ এপ্রিল কঙ্গোতে ভূমিধসের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত খবরে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ছবি প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৯ সালে কঙ্গোতে ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া সড়কের ছবি এটি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিটির ক্যাপশনে পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য না দেওয়ায় ছবিটি সাম্প্রতিক ভূমিধসের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, কঙ্গোতে সাম্প্রতিক সময়ে ভূমিধসের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পুরোনো ঘটনার ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Trt World: Heavy rains leave at least 36 dead in DRC
- Getty Images: DRCONGO-WEATHER-DISASTER