Fact Check: প্রজেক্ট তেলাপিয়া দাবীতে প্রচারিত ছবিটি ভারতের মৎস উন্নয়ন অধিদপ্তরের

সম্প্রতি “প্রজেক্ট তেলাপিয়া” শীর্ষক শিরোনামে মাছের আকৃতির একটি অবকাঠামোর ছবি বাংলাদেশের একাধিক স্থানের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহারে জানা যায়, বাংলাদেশের দাবীতে প্রচারিত অবকাঠামোটি ভারতের মৎস উন্নয়ন অধিদপ্তরের।

মূলত অবকাঠামোটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত National Fisheries Development Board বা মৎস উন্নয়ন অধিদপ্তরের যা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।

 

এছাড়া Google Street View এবং Google Earth এর সহায়তায় রিউমর স্ক্যানার টিম অবকাঠামোটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে।

ভারতের জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের এই অবকাঠামোর ছবিকেই বাংলাদেশে অবস্থিত প্রজেক্ট তেলাপিয়া দাবীতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, উক্ত মাছের অবকাঠামোর ছবিটিকে বাংলাদেশে অবস্থিত প্রজেক্ট তেলাপিয়া দাবীতে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: প্রজেক্ট তেলাপিয়া শীর্ষক ছবিটি বাংলাদেশের নয়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img