এটি CGI পদ্ধতিতে নির্মিত, মহাকাশ থেকে দৃশ্যমান সূর্যাস্তের ছবি নয়

সম্প্রতি “মহাকাশ থেকে দেখা পৃথিবীর সূর্যাস্ত” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সূর্যাস্ত

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিরিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মহাকাশ থেকে দেখা পৃথিবীর সূর্যাস্ত দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি CGI (Computer-Generated Imagery) পদ্ধতিতে নির্মিত।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির সাহায্যে ফটো শেয়ারিং ওয়েবসাইট ‘Imgur‘-এ একজন ব্যবহারকারী কর্তৃক “This is what sunset on earth looks like from space @ISS” শিরোনামে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়। তবে ছবিটির কমেন্টে অন্য একজন ব্যবহারকারী বিষয়টি নিয়ে অসম্মতি জানিয়ে একটি লিংক কমেন্ট করেন।

পরবর্তীতে, উল্লেখিত লিংকের সূত্র ধরে, স্টক ইমেজ এবং ভিডিও মার্কেটপ্লেস ‘Pond5’ ওয়েবসাইটে “Pixel25” ব্যবহারকারী কর্তৃক “Sunrise From Space. Earth From Space. Version 2018” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি জার্মানির একজন CGI আর্টিস্ট যে মহাকাশ এবং পৃথিবী সংক্রান্ত কম্পিউটার জেনারেটেড ভিডিও নির্মাণে অভিজ্ঞ।

উল্লেখ্য, মূল ভিডিওটিতে “POND5” এর ওয়াটারমার্ক রয়েছে এবং ভিডিওটি অনুভূমিকভাবে (horizontally) রয়েছে যেখানে আলোচিত ছবিটিতে কোনো ওয়াটারমার্ক নেই এবং ঘড়ির কাঁটার বিপরীতে ৯০° (ডিগ্রি) ঘুড়িয়ে ছবিটিকে সম্পাদন করা হয়েছে।

মহাকাশ

এছাড়াও, নাসার মুখপাত্র ব্রিটানি ব্রাউন USA TODAY – কে নিশ্চিত করেছেন যে ছবিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সম্পর্কিত নয়।

আরো পড়ুনঃ Fact Check: উত্তর মেরুতে চাঁদের অবস্থানের ভিডিওটি বাস্তব নয়

উল্লেখ্য, ২০১৯ সালের ০৪ জুন প্রকাশিত নাসা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সূর্যাস্তের টাইমল্যাপস সম্পর্কিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিও থেকে নেয়া স্থিরচিত্রকে বর্তমানে মহাকাশ থেকে পৃথিবীর সূর্যাস্তের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মহাকাশ থেকে দেখা পৃথিবীর সূর্যাস্ত
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Reverse search: https://imgur.com/gallery/owBDnrL
  2. POND5: https://www.pond5.com/stock-footage/item/95674406-sunrise-space-earth-space-version-2018
  3. Pixel25 POND5 profile: https://www.pond5.com/artist/pixel25?tab=collections
  4. USA TODAY: https://www.usatoday.com/story/news/factcheck/2021/11/12/fact-check-image-sunset-earth-seen-space-cgi/6347099001/
  5. NASA YouTube: https://www.youtube.com/watch?v=oOxFoeXiiSA

আরও পড়ুন

spot_img