সম্প্রতি, “হলিউড মুভির কোনো লোকেশন নয় এডি। এটা হলো বাংলাদেশের আইটি পার্ক” শীর্ষক শিরোনামে একটি পরিত্যক্ত ভবনের ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বর্তমান ছবি দাবিতে ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
গুজবের সূত্রপাত
ফেসবুক এডভান্স কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে Jashore Community(যশোর কমিউনিটি) এর ফেসবুক গ্রুপে Sabbir Hasan Jony নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৯ মার্চ প্রকাশিত প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
পরবর্তীতে সাব্বির হাসান জনির সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি নিজেই ছবিটি এআই ব্যবহার করে তৈরি করেছেন।
এরপর D.R.Dip নামের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে (আর্কাইভ) একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশনে, “যদি IT Park 1000 হাজার বছরের পুরোনো হতো তাহলে যেমন হতো” লেখা থেকে বোঝা যায় যে ছবিটি কাল্পনিক।
এই ছবিটিই পরবর্তীতে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বর্তমান ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের এ পর্যায়ে রিউমর স্ক্যানার টিম যশোরের শেখ হাসিনা হাহটেক পার্কের সাম্প্রতিক ছবির খোঁজ করে।
অনুসন্ধানে, Md Arifuzzaman নামের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের সাম্প্রতিক ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে উক্ত পার্কের স্থাপনাকে স্বাভাবিক অবস্থাতেই দেখা যাচ্ছে।
এছাড়া, iamshuvz নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৮ মার্চ প্রকাশিত যশোরের শেখ হাসিনা হাইটেক পার্কের সামনে তোলা আরেকটি সাম্প্রতিক ছবি খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানে আলোচিত ছবির বিষয়ে জেলা প্রশাসন, যশোর এর ফেসবুক পেজে ৩ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্ট থেকেও আলোচিত ছবিটিকে ভুয়া বলে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এছাড়াও, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২ মার্চ “যশোরে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ মার্চ ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অর্থাৎ, পরিত্যক্ত নয়, বর্তমানে যশোরের শেখ হাসিনা হাইটেক পার্কটি অবকাঠামোগত দিক থেকে স্বাভাবিক রয়েছে এবং এতে নিয়মিত কার্যক্রমও চালু রয়েছে।
মূলত, সাব্বির হাসান জনি নামের এক ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের একটি ছবি তৈরি করেন। উক্ত ছবিটিই যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বর্তমান ছবি দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বর্তমান ছবি দাবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি পরিত্যক্ত ভবনের একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Account: Sabbir Hasan Jony
- Facebook Account: Md Arifuzzaman
- Instagram Account: iamshuvz
- বাসস: “যশোরে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা”
- Facebook Page: জেলা প্রশাসন, যশোর