বরফের ফুল দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইলের বরাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটির মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি চীনের উত্তর-পূর্বাঞ্চলের সোংহুয়া নদীতে দেখতে পাওয়া “বরফের ফুল।” ছবিটি নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম ধারণ করেছেন বলেও দাবি করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বরফের ফুল দাবি করা আলোচিত ছবিটি বাস্তব নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য সংহুয়া নদীর বরফের ফুলের বিষয়ে অনুসন্ধানে, “পিপলস ডেইলি, চায়না” ফেসবুক পেজের ২০২২ সালের ডিসেম্বরের একটি পোস্ট পাওয়া গেছে। এতে “ফ্রস্ট ফ্লাওয়ারস” নামে পরিচিত বরফের স্ফটিকের কথা উল্লেখ করা হয়েছে, যা উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে সংহুয়া নদীর উপর গঠিত হয় এবং ফুলের মতো বরফের আকার ধারণ করে। ভিডিওতে “ফ্রস্ট ফ্লাওয়ারস” এর একটি পূর্ণাঙ্গ দৃশ্য উপস্থাপন করা হয়েছে। তবে আলোচিত ছবির সঙ্গে “ফ্রস্ট ফ্লাওয়ারস” বরফের প্রকৃত আকার বা চিত্রের পুরোপুরি মিল পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিত করার জন্য রিউমর স্ক্যানার টিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মোডারেশন ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করে। বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৮৭% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

Screenshot: Hive Moderation. 

ছবিটির বিষয়ে অধিকত অনুসন্ধানে, তাইওয়ান ফ্যাক্টচেক সেন্টার এবং স্নোপসের ফ্যাক্ট-চেক প্রতিবেদন পাওয়া যায়। এই ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর অনুসন্ধানেও উঠে এসেছে যে, ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি বরফের ফুলের বাস্তব ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img