সম্প্রতি, “শেখ হাসিনা কে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আন্তর্জাতিক আদালত আলহামদুলিল্লাহ” ক্যাপশনে একটি ক্যাপশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, আন্তর্জাতিক আদালত বলতে সাধারণত International Court of Justice (ICJ) কে বোঝানো হয়, যেটি মূলত আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের মধ্যে যে কোনো বিতর্ক নিষ্পত্তি করে থাকে। তবে এটি কোনো ব্যক্তিকে বৈধ বা অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার ক্ষমতা রাখে না।
আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা এক্স অ্যাকাউন্টে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, আন্তর্জাতিক আদালত শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- International Court of Justice – Website
- International Court of Justice – X Account
- International Court of Justice – YouTube Channel
- Rumor Scanner’s analysis