সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দাবিতে জাতীয় দৈনিক সমকালের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষক কোনো সংবাদ দেয়নি সমকাল বরং সমকালের আদলে তৈরি নকল ফটোকার্ডের মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ফেসবুক পেজে সম্প্রতি উক্ত দাবিতে প্রচারিত কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব মেলেনি। তাছাড়া, অন্যান্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোতেও উক্ত দাবিতে কোনো সংবাদ বা তথ্য প্রকাশের প্রমাণ মেলেনি।
পরবর্তীতে সমকালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডটি ভুয়া। দৈনিক সমকাল এই শিরোনামে কোনো সংবাদ প্রকাশ করেনি। সমকালের নামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন জানিয়ে ফটোকার্ড প্রকাশ করেছে সমকাল শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal: সমকালের নামে ভুয়া ফটোকার্ড