সম্প্রতি, হামলার ভয়ে বাংলাদেশে এক যুবক হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন দাবিতে কালবেলার একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামলার ভয়ে যুবকের হেলমেটের সাথে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ঘুরার ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের ইন্দোর শহরের ঘটনাকে স্থান উল্লেখ না করে ফটোকার্ড প্রচার করায় নেটিজেনরা এটিকে বাংলাদেশের ঘটনা ধরে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে ব্যবহৃত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম কালবেলা’র লোগো রয়েছে এবং প্রচারের তারিখ হিসেবে ১৩ জুলাই ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজ পর্যালোচনা করে গত ১৩ জুলাই হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের মন্তব্যের ঘরে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, হামলার ভয়ে যুবকের হেলমেটে সিসি ক্যামেলা লাগিয়ে ঘুরার ঘটনাটি ভারতের ইন্দোর শহরের। ওই যুবকের নাম সতীশ চৌহান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়, প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন সতীশ চৌহান। একারণে যে কোনো সময় নিজের ওপর হামলার আশঙ্কা করছেন তিনি। নিরাপত্তার জন্য তাই হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন, যাতে তার ওপর কোনো হামলা হলে পুলিশ হামলাকারীদের শণাক্ত করতে পারেন।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনটির সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়।
এছাড়া একই বিষয়ের সংবাদে শিরোনামে ভারতের কথা উল্লেখ না করে ফটোকার্ড প্রকাশ করেছে দেশীয় গণমাধ্যম ঢাকা ট্রিবিউন, জাগোনিউজ২৪, এটিএন নিউজ এবং বিডি২৪রিপোর্ট।
ফটোকার্ডের শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদন না পড়েই তারা বিষয়টিকে বাংলাদেশের মনে করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন।

সুতরাং, ভারতের ইন্দোর শহরে হামলার ভয়ে যুবকের হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরার ঘটনাকে বাংলাদেশে স্থানের নাম উল্লেখ না করে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kalbela Facebook Page Post
- Kalbela Website: হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক
- News18 Website: ‘If Anything Happens…’: Indore Man Fits CCTV On His Helmet As Protection | Video
- Rumor Scanner’s Analysis