ভিডিওটিতে ভবন থেকে লাফিয়ে পালানো ব্যক্তি হাসনাত আবদুল্লাহ নন 

সম্প্রতি ‘কালা পাডা হাসনাত আব্দুল্লাহ চুরি করতে গিয়ে দৌড়ে পালালো।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

ক্যাপশনে হাসনাত আব্দুল্লাহ বলতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বোঝা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে পলায়নের উদ্দেশ্যে ভবন থেকে লাফিয়ে পড়া এই ব্যক্তি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নন৷ প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পুলিশের হাত থেকে আসামি পালানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে গত ০২ সেপ্টেম্বর ‘পুলিশের সামনে আদালত থেকে লাফ দিয়ে পালালো আসামি, ধরতে ব্যর্থ ২ পুলিশ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে প্রতীয়মান হয় যে এটি আদালত থেকে পুলিশের জিম্মায় থাকা একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনা৷ 

পরবর্তীতে, আরেক গণমাধ্যম ফেস দ্য পিপলের ইউটিউব চ্যানেলে গত ০২ সেপ্টেম্বর ‘ব্রাহ্মণবাড়িয়া আদালত ভবনের দোতলা থেকে লাফ দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে গেল আসামি’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে পুলিশের জিম্মায় থাকা আসামির পালিয়ে যাওয়ার ঘটনার। 

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে হাসনাত আবদুল্লাহর পুলিশের জিম্মায় থাকা বা আলোচিত দাবিটির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ 

সুতরাং, চুরি করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ পালিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img