সম্প্রতি ‘Grameenphone – 25th Anniversary Government Subsidy’ শীর্ষক একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজ শেয়ারিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।

উক্ত ক্যাম্পেইনের ওয়েবসাইটটি দেখুন এখানে (আর্কাইভ)।

মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া লিংকের স্ক্রিনশট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রামীণফোনের পক্ষ থেকে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কোনো উপহার বা সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে না বরং প্রতারণার উদ্দেশ্যে গ্রামীণফোনের ওয়েবসাইট নকল করে উপহার প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ক্যাম্পেইনটির সত্যতা যাচাইয়ে ক্যাম্পেইন ওয়েবসাইটে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম।

পরবর্তীতে সেখানে পর্যায়ক্রমে চারটি প্রশ্ন সামনে আসে। সেখানে বয়স, লিঙ্গ এবং গ্রামীনফোন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়।

সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর এই ধাপটি পার হয়। এরপর অভিনন্দন জানিয়ে এই ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে পরের ধাপে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয়, বক্সের ভেতরে থাকা গিফট পেতে হলে সঠিক গিফট বক্স সিলেক্ট করতে হবে এবং এর জন্য ৩ বার সুযোগ দেওয়া হবে। অনুমানের ভিত্তিতে একটা বক্স বাছাই করলে সেখানে দুঃখপ্রকাশ করে জানানো হয় বাছাইকৃত বক্সটি খালি এবং এখনো দুইবার সুযোগ রয়েছে।

পরবর্তী ধাপে সেখানে ৯টি গিফট বক্স দেখা যায়। এই ধাপটি যাচাই করার জন্য প্রদর্শিত গিফটবক্স থেকে অনুমানের ভিত্তিতে একটি বক্স সিলেক্ট করলে সেখানে বাছাইকৃত বক্সটি থেকে স্মার্টফোন বের হতে দেখা যায়। এরপর অভিনন্দন জানিয়ে একটি স্মার্টফোন জেতার কথা বলা হয়।

পরের ধাপে ৫ টি ফেসবুক গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইন সম্পর্কে জানাতে বলা হয়। ক্যাম্পেইন সম্পর্কে জানাতে মেসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের অপশন দেওয়া হয়। সেগুলোয় ক্লিক করলে উক্ত অ্যাপগুলোতে একটি লিংক পাঠানোর অপশন সামনে আসে।
অর্থাৎ, উক্ত ওয়েবসাইটে নির্দেশিত সকল ধাপ সফলভাবে সম্পন্ন করে ক্যাম্পেইনটির সত্যতা যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। সেখানে দাবিকৃত কোনো উপহার পাওয়া যায়নি বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।
গ্রামীণফোন কি এমন কোনো অফার দিচ্ছে?
যে ওয়েবসাইট থেকে এই উপহার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে সেটি একটি ভুয়া ওয়েবসাইট। পাশাপাশি গ্রামীণফোনের অফিশিয়াল ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্রে উক্ত অফারের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, উক্ত ক্যাম্পেইন ওয়েবসাইটে গ্রামীণফোনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উপহার প্রদানের কথা বলা হলেও গ্রামীনফোন তাদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী গতবছর পালন করে। অর্থাৎ, গ্রামীনফোন চলতি বছরের ২৬ মার্চ তাদের ২৬ তম বছর পেরিয়ে বর্তমানে ২৭ তম বছরে পদার্পণ করেছে। সে হিসেবে তাদের পক্ষ থেকে এবছর ২৫ তম এনিভার্সারি গিফট প্রদানের বিষয়টি অসত্য বলেই প্রতীয়মান হয়।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে গ্রামীনফোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। তবে এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে গ্রামীণফোনের বক্তব্য জানা যায়নি।
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা নিশ্চিত যে, গ্রামীণফোনের পক্ষ থেকে উক্ত ক্যাম্পেইনে উল্লেখিত এমনকোনো অফার দেওয়া হয়নি।
মূলত, সম্প্রতি গ্রামীণফোনের পক্ষ থেকে তাদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মার্টফোন উপহার প্রদানের দাবিতে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রামীণফোনের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন কোনো অফার দেওয়া হয়নি।
উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হয়। সেসময় উক্ত বিষয়গুলোকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, গ্রামীণফোনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্মার্টফোন উপহার দেওয়ার দাবিতে প্রচারিত ক্যাম্পেইনটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া।
তথ্যসূত্র
- Grameenphone: Official Website
- Grameenphone: Verified Facebook Page
- Rumor Scanner’s Own Analysis