গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক হতাহতের খবর এসেছে। এরই প্রেক্ষিতে, গোপালগঞ্জে পুলিশের হাতে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার পর লাশ গাড়িতে তোলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়; বরং এটি গত ৪ জুন থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সেসময় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত হয়।
এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামের একটি প্রোফাইল থেকে ৪ জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।

উল্লেখ্য, এ বছর ৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। কোরবানির পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সেসময় দেশজুড়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরোনো ভিডিওকে গতকাল গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- প্রাণের ব্রাহ্মণবাড়িয়া: Facebook Post
- Mohammad Sajon: Facebook Post