সম্প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত ছবি সম্বলিত পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়েছে, “জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বৈঠক করে উপদেষ্টা এক ধরণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যেখানে রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিস্টের দোসর হিসেবে জিএম কাদেরকে গ্রেফতার ও জাপা’কে নিষিদ্ধের আওয়াজ জোরালো হচ্ছে, সেখানে এমন একটি বৈঠক নিছক বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। আমরা দেখেছি, মাননীয় প্রধান উপদেষ্টা চব্বিশের গণঅভ্যুত্থানের অংশীজন দলগুলোর সাথে বৈঠক করলেও সেখানে জাপা’ কে ডাকা হয় নি। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কী একজন হত্যা মামলার আসামী ও জাপা’কে পুনর্বাসনের প্রকাশ্য ঠিকাদারী নিলেন? আওয়াজ উঠুক!”
অর্থাৎ ছবিটির সাথে সংযুক্ত ক্যাপশনের দাবি অনুযায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের এই বৈঠকের ছবিটি সাম্প্রতিক সময়ের।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
এছাড়া একটি ইউটিউব ভিডিওতেও এক ব্যক্তিকে একই দাবি করতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বৈঠকের ছবিটি সাম্প্রতিক সময়ের বরং, এটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বরের ছবি। সেসময় দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক অস্থিরতা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বৈঠক করেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
আলোচিত ছবিটির উৎস সম্পর্কে গুগলে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর “যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পায় রিউমর স্ক্যানার। উক্ত প্রতিবেদনে ফিচারে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাপা চেয়ারম্যানের পোশাক, বসার ভঙ্গিমা ও বসার স্থানের হুবহু মিল রয়েছে। তবে যুগান্তরের ফিচারে থাকা ছবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাপা চেয়ারম্যান ছাড়াও আরো তিনজন ব্যক্তি রয়েছেন যা আলোচিত ছবিতে অনুপস্থিত।

অর্থাৎ, যুগান্তরের ফিচারে ব্যবহৃত ছবিটির একটি অংশ কর্তন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
যুগান্তরের এই প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠকে দেশের সেসময়কার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।
পরবর্তীতে একই বিষয়ে দৈনিক কালবেলার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একই ছবিটি সংযুক্ত থাকতে দেখা যায়।
কালবেলার প্রতিবেদন থেকে এই বৈঠকে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক অস্থিরতা নিয়েও কথা হয়েছে বলেও জানা যায়।
অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের বৈঠকের ছবিটি এক বছর পুরোনো।
সুতরাং, ২০২৪ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জি এম কাদেরের বৈঠকের ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।