আরজে কিবরিয়ার বিরুদ্ধে থানায় স্ত্রীর জিডির সংবাদটি মিথ্যা

সম্প্রতি “নির্যাতনের অভিযোগে আরজে কিবরিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন তার স্ত্রী রাফিয়া লোরা” শীর্ষক একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত এমন প্রতিবেদন দেখুন দৈনিক বাংলা, ঢাকা মেইল, দৈনিক আমাদের সময়, ডেইলি বাংলাদেশ, নিউজ২৪, এসএ টিভি, বায়ান্ন টিভি, বিডি মর্নিং, রিদ্মিক নিউজ, জুম বাংলা, বাংলা ইনসাইডার, বাহান্ন নিউজ, বাংলা ভিশন, ডিবিসি নিউজ, সংবাদ প্রকাশ, সাম্প্রতিক দেশকাল, ঢাকা পোস্ট এবং বাংলাদেশ প্রতিদিন

‘আর জে কিবরিয়া ও তার স্ত্রী  একে অপরের বিরুদ্ধে জিডি করেছেন’ এমন দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন, ঢাকা ট্রিবিউন, দৈনিক জনকণ্ঠ এবং দৈনিক বাংলা

গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাফিয়া লোরা তার স্বামী আরজে কিবরিয়ার বিরুদ্ধে থানায় জিডি করেননি বরং আরজে কিবরিয়াই তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় জিডি করেছেন।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশের মূলধারার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় গত ১২ জানুয়ারি ‘স্ত্রী নয়, থানায় মারধরের অভিযোগ করেছেন আরজে কিবরিয়া‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়, স্ত্রীর বিরুদ্ধে সন্তানদের হত্যাচেষ্টা ও নিজেকে মারধরের অভিযোগ এনে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) কিবরিয়া।

ওসির বরাতে প্রতিবেদনটিতে থেকে জানা যায়, ১৩ তারিখ দুপুরে আরজে কিবরিয়া বাদী হয়ে তাঁর স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি সন্তানদের হত্যাচেষ্টা ও নিজে মারধরের শিকার বলে অভিযোগ করেন।

মূলধারার আরেকটি জাতীয় দৈনিক কালবেলায় একইদিনে “স্ত্রীর বিরুদ্ধে থানায় আরজে কিবরিয়ার অভিযোগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রেডিও উপস্থাপক আরজে (রেডিও জকি) মোহাম্মদ গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেন তিনি। 

পাশাপাশি প্রতিবেদনটি থেকে জানা যায়, স্ত্রীর বিরুদ্ধে থানায় ডায়েরি করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি নিউজ পোর্টালে স্ত্রীকে মারধরের অভিযোগে সংবাদ প্রচার করা হয় কিবরিয়ার বিরুদ্ধে। যেখানে থানা পুলিশের ওসির বক্তব্য প্রচার করা হয়। 

এ বিষয়ে প্রতিবেদনটিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদাকে উদ্ধৃত করে জানানো হয়, এটি সম্পূর্ণ মিথ্যা। স্ত্রী নয়, কিবরিয়ায় থানায় এসে জিডি করেছেন।

পাশাপাশি মূলধারার আরেকটি জাতীয় দৈনিক যুগান্তরে গত ১৩ জানুয়ারি “স্ত্রীর হাতে মার খেয়ে জিডি: ফেসবুক পোস্টে যা লিখলেন আরজে কিবরিয়া” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়, আরজে কিবরিয়া নিজেই বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।

এছাড়া মূলধারার জাতীয় দৈনিক সমকাল সূত্রেও একই তথ্য জানা যায়। তবে উল্লেখিত প্রতিবেদনগুলোর কোথাও আরজে কিবরিয়ার বিরুদ্ধে তার স্ত্রীর জিডির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম আরজে কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরার সঙ্গে যোগাযোগ করে। রাফিয়া লোরা রিউমর স্ক্যানারকে জানান, “আমি থানায় কারো বিরুদ্ধে জিডি করিনি।”

মূলত, সম্প্রতি স্ত্রী-সন্তান সহ কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর কর্তৃক মারধরের শিকার হয়েছেন দাবি করে স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেন রেডিও উপস্থাপক আরজে কিবরিয়া। এই ঘটনাটিকেই বেশকিছু গণমাধ্যম সম্পূর্ণ বিপরীতভাবে অর্থাৎ আরজে কিবরিয়ার বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন দাবিতে প্রচার করে। পরবর্তীতে অধিকাংশ গণমাধ্যম তথ্যটি সংশোধন করে নিলেও সংশোধন সম্পর্কিত কোনো তথ্য তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি।

সুতরাং, নির্যাতনের অভিযোগে আরজে কিবরিয়ার বিরুদ্ধে তার স্ত্রী রাফিয়া লোরা থানায় জিডি করেছেন দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img