সম্প্রতি, ক্রিকেটার সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ ‘Banger Casino’ নিয়ে সময় টিভির লোগো সম্বলিত সংবাদ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

Bangladesh Games নামের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি টেলিভিশন সময় টিভি সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ ‘Banger Casino’ নিয়ে কোনো বিজ্ঞাপনমূলক প্রতিবেদন প্রকাশ করেনি বরং আরটিভি’র সংবাদ বুলেটিনের ভিডিওকে সম্পাদনার মাধ্যমে তাতে সময় টিভির লোগো এবং ভিন্ন ভয়েস-ওভার ও সাকিব আল হাসানের পুরোনো ভিডিও ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে আরটিভি’র ইউটিউব চ্যানেলে গত ২৬ এপ্রিল “চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার | Bazar | Rtv News” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সংবাদ উপস্থাপনের অংশের সাথে আলোচিত সম্পাদিত ভিডিওটির শুরু অংশের সাথে মিল রয়েছে।
উক্ত ভিডিও প্রতিবেদন পর্যবেক্ষণ করে সাকিব আল হাসান বা জুয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, ভিডিওটির সাথে আলোচিত জুয়ার অ্যাপের কোনো সম্পর্ক নেই। তাছাড়া সময় টিভিতেও এমন কোনো সংবাদ প্রচারের প্রমাণ মেলেনি।
আলোচিত ভিডিওতে দেখানো র্যাব এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সদ্য সাবেক পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের ভিডিও ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ৯ নভেম্বর Rtv News এর ইউটিউব চ্যানেলে “অনলাইন জুয়ার এজেন্টদের টার্গেট কনটেন্ট ক্রিয়েটররা | Online gambling | Rtv News” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও প্রতিবেদনে কমান্ডার খন্দকার আল মঈনের সাক্ষাৎকারের অংশের সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও প্রতিবেদনে বলা হয়, অনলাইন জুয়ার এজেন্টরা প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের টার্গেট করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তবে কোথাও সাকিব আল হাসানকে জড়িয়ে এমন কোনো জুয়ার অ্যাপের কথা বলা হয়নি।
অর্থাৎ, উক্ত ভিডিও প্রতিবেদনের তথ্যের সাথে আলোচিত দাবির কোনো মিল নেই।
এছাড়া, আলোচিত ভিডিওতে দেখানো সাকিব আল হাসানের ভিডিও ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ২০২২ সালের ৬ অক্টোবর সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর সাকিব আল হাসানের ক্লিপের সাথে উক্ত ভিডিওর শেষ অংশের মিল রয়েছে। উভয় ভিডিওতেই তার পোশাক, অঙ্গভঙ্গি ও ব্যাকগ্রাউন্ডের মিল দেখতে পাওয়া যায়।
ভিডিওটিতে সাকিব আল হাসান একটি মোবাইল হ্যান্ডসেট কোম্পানির প্রচারণা করেন। তবে, উক্ত ভিডিওতে সাকিবকে কোনো জুয়ার অ্যাপের প্রচারণা চালাতে দেখা যায়নি। সুতরাং, সাকিব আল হাসানের উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা গেল
আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী Bangladesh Games পেজটি পর্যালোচনা করে দেখা যায় এতে অনলাইন ভিত্তিক জুয়ার কিছু ছবি দেখতে পাওয়া যায়। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২২ সালের ১২ মে তৈরি করা হয়েছে। তবে পেজের ট্রান্সপারেন্সি সেকশনের তথ্য গোপন রাখায় পেজটি কোথা থেকে পরিচালিত হচ্ছে তা জানা সম্ভব হয়নি।
মূলত, সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের কথিত অনলাইন জুয়ার অ্যাপ ‘Banger Casino’ নিয়ে সময় টিভির লোগো সম্বলিত সংবাদ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সাকিবকে নিয়ে এমন কোনো সংবাদ সময় টিভি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ২৬ এপ্রিল প্রকাশিত আরটিভি’র সংবাদ বুলেটিনের ভিডিও এবং ২০২২ সালে সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে থেকে প্রচারিত একটি ভিডিওর কিছু অংশ কেটে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাতে সময় টিভির লোগো, ভিন্ন একটি ভয়েস ওভার যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, সাকিব আল হাসানকে জড়িয়ে সময় টিভির লোগো ব্যবহার করে ইন্টারনেটে প্রচারিত অনলাইন জুয়ার বিজ্ঞাপনের ভিডিওটি টি বানোয়াট ও এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv YouTube channel: “চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার | Bazar | Rtv News”
- Facebook Page: Sakib Al Hasan
- Facebook Page: Bangladesh Games