সম্প্রতি, “লিটারে ১৫ টাকা কমলো জ্বালানি তেলের মূল্য। ডিজেল ১০১.৭৯ টাকা, কেরোসিন ১০২. ৯৪ টাকা, অকটেন ১২০.১৯ টাকা, পেট্রোল ১১৫. ৪৩ টাকা” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমার বিষয়টি ভোক্তা পর্যায়ের জন্য নয় বরং এটি তেল বিপণন কোম্পানিগুলোর জন্য কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে লিটারে তেলের দাম কমেছে ৫ টাকা।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ‘BBC News বাংলা’ এর ওয়েবসাইটে গত ২৯ আগস্ট ‘জ্বালানি: লিটারে পাঁচ টাকা কমছে ডিজেল-পেট্রোল-অকটেনের দাম’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়া জ্বালানি তেলের মূল্য হ্রাসের বিষয়টি নিয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও সংবাদ প্রকাশিত হয়েছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
বিভ্রান্তির সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, জ্বালানি তেলের মূল্য হ্রাস নিয়ে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বিপণন কোম্পানি এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যের কথা পৃথক পৃথক উল্লেখ থাকলেও কেবল বিপণন কোম্পানি পর্যায়ে তেলের মূল্য তালিকার পৃষ্ঠা দুইটিকে প্রচার করার ফলে তেলের মূল্য নিয়ে বিভ্রান্তির সূত্রপাত ঘটে।
জ্বালানি তেলের মূল্য লিটারে ১৫ টাকা কমেছে দাবি করে মূল্য হ্রাসের বিষয়ে সরকারি গেজেটের যে দুইটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে সেগুলো যাচাই করে দেখা যায় প্রথম পৃষ্ঠাতেই মূল্য তালিকার ওপরে লেখা রয়েছে-
‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ERL)- এ পরিশোধিত এবং সরাসরি আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল তেল বিপণণ কোম্পানিসমূহের নিকট নিম্নবর্ণিত মূল্যে সরবরাহ করিবে:’

অর্থাৎ উক্ত তালিকাটি ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যের নয়।
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য সংক্রান্ত গেজেটের ভাইরাল দুইটি পৃষ্ঠা ব্যতীতও আরও একটি পৃষ্ঠা রয়েছে, যেখানে জ্বালানি তেলের ভোক্তা পর্যায়ের খুচরা মূল্যের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। উল্লিখিত মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে লিটারে জ্বালানি তেলের দাম কমেছে পাঁচ টাকা।
মূলত, সব ধরণের জ্বালানি তেলের দাম লিটারে ভোক্তা পর্যায়ে ৫ টাকা এবং তেল বিপণন কোম্পানি পর্যায়ে প্রায় ১৫ টাকা কমিয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকার কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনটি যথাযথ যাচাই না করে বিপণন কোম্পানি পর্যায়ে লিটারে প্রায় ১৫ টাকা দাম কমার বিষয়টিকেই ভোক্তা পর্যায়ে লিটারে ১৫ টাকা কমেছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সুতরাং, ‘লিটারে ১৫ টাকা কমলো জ্বালানি তেলের মূল্য।’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC News বাংলা- জ্বালানি: লিটারে পাঁচ টাকা কমছে ডিজেল-পেট্রোল-অকটেনের দাম
- Bdnews24- জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমল
- প্রথমআলো- লিটারে ৫ টাকা কমছে ডিজেল-পেট্রল-অকটেন-কেরোসিনের দাম
- দ্য ডেইলি স্টার- ডিজেল-পেট্রল-অকটেনের দাম লিটারে ৫ টাকা কমছে
- বাংলা ট্রিবিউন- ডিজেল আমদানিতে শুল্ক হার কমলো, আগাম কর থেকে অব্যাহতি