ফরচুন বরিশালের লঞ্চের এই ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এর প্রেক্ষিতে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। এতে দলটির লোগো, নাম সহ একটি লঞ্চের ছবি দেখা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত লঞ্চের ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ৮ ফেব্রুয়ারি ‘Cricketangon’ নামের একটি পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি মোঃ রাকিব খান নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা বলেও জানানো হয়। 

Screenshot: Facebook

পরবর্তী অনুসন্ধানে ‘Fortune Barishal’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Md Rakib Khan’ অ্যাকাউন্ট থেকে গত ৬ ফেব্রুয়ারির একটি পোস্ট পাওয়া যায়।  

Screenshot: Facebook 

এছাড়াও, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চার্টার্ড বিমানে করে ফরচুন বরিশালের খেলোয়াড়রা গত ১০ ফেব্রুয়ারী বরিশাল পৌঁছান ট্রফি নিয়ে উদযাপন করতে। অর্থাৎ, দলটি লঞ্চে করে বরিশালে যায়নি। তাছাড়া, ফাইনাল অনুষ্ঠিত হওয়ার (৭ ফেব্রুয়ারি) পূর্বে থেকেই (৬ ফেব্রুয়ারি) এই ছবি সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে। এছাড়া, লঞ্চের গায়ে ফ্রাঞ্চাইজির বানান Barisal লেখা। তবে দলটি Barishal বানান ব্যবহার করে থাকে। 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি ফরচুন বরিশালের লঞ্চের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img