চটকদার থাম্বনেইলে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার বিভ্রান্তিকর তথ্য প্রচার

সম্প্রতি,‘হিরো আলম কে হত্যা করে বুড়িগঙ্গার নদী ফেলে দিলো এইমাত্র ফেঁসে গেলো আরাফাত’ শীর্ষক শিরোনামের থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে। 

যা দাবি করা হচ্ছে

ভিডিওটির থাম্বনেইলে দাবি করা হচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। যাতে ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ফেঁসে গিয়েছেন। 

Atv news bangla 1 নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে যাওয়ার দাবিটি সঠিক নয় বরং  গত ২৪ জুলাই রাতে হিরো আলমকে ফোন কলে হত্যার হুমকি দিলে তিনি বাদী হয়ে হাতিরঝিল থানায় জিডি করেন। 

অনুসন্ধানে জানা যায়, ২৫ জুলাই মানে আজ Atv news bangla 1 নামের একটি ইউটিউব চ্যানেলে ‘হিরো আলম কে হত্যা করে বুড়িগঙ্গার নদী ফেলে দিলো এইমাত্র ফেঁসে গেলো আরাফাত’ শীর্ষক শিরোনামের থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির থাম্বনেইলে ‘হিরো আলম কে হত্যা করে বুড়িগঙ্গার নদী ফেলে দিলো এইমাত্র ফেঁসে গেলো আরাফাত’ শীর্ষক শিরোনাম ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওটি অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর বিস্তারিত অংশে  হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার সপক্ষে কোনো তথ্য নেই। 

ভিডিওটিতে চ্যানেলের উপস্থাপক বর্তমান সময়ের আলোচিত ঘটনা জানানোর উদ্দেশ্যে দুটি ভিডিও দেখান। যার একটি নাইম নামের এক ইউটিউবারের। অপরটি সাংবাদিকদের দেওয়া হিরো আলমের একটি সাক্ষাৎকার। 

Screenshot: Youtube

প্রথম ভিডিওটি মূলত হিরো আলমকে ফোন কলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হলে তিনি জিডি করার পর প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা। ভিডিওটিতে ইউটিউবার নাইমকে ‘বস্তায় ভরে হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি’ শীর্ষক শিরোনামে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট-এ প্রকাশিত সংবাদটি পাঠ করতে শোনা যায়। 

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইউটিউবার নাইমের ইউটিউব চ্যানেল NAYEEM ELLI 2 এ ‘আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গা ফেলতে একি কান্ড || গভীর রাতে যা ঘটলো’ শিরোনামে প্রকাশিত সেই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটিতে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে সংক্রান্ত কোনো আলোচনা করা হয়নি। বরং ভাইরাল হওয়া ভিডিওতে যে অংশটুকু দেখানো হয় সেটুকুই দেখতে পাওয়া যায়। 

Screenshot: Youtube

ভাইরাল ভিডিওটিতে হিরো আলম নিয়ে যে অংশটুকু দেখতে পাওয়া যায় তা মূলত টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওর অংশ বিশেষ। একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হিরো আলমের সাক্ষাৎকারটি মূলত  তার হত্যা হুমকি পাওয়ার প্রেক্ষিতে থানায় মামলা করার পরবর্তী সময়ের। 

Video Comparison: Rumor Scanner

অর্থাৎ, হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার তথ্যটি সত্য নয়। 

মূলত, গত ২৪ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফেহিরো আলমকে অজ্ঞাত নম্বর থেকে ফোন কল করে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তিনি ১১ টার দিকে নিজে বাদী হয়ে হাতিরঝিল থানায় জিডি করেন। এই ঘটনার প্রেক্ষিতে আলোচিত ইউটিউব চ্যানেলটিতে হিরো আলমকে হত্যা করা হয়েছে বলে বিভ্রান্তিকর শিরোনাম এবং থাম্বনেইল দিয়ে নানা ভিডিও প্রকাশ করে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে সংসদ সদস্যের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত জয়ী হন।

সুতরাং, হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • NAYEEM ELLI 2 Yotube Channel: Post
  • Ekattor TV Youtube Channel: Post
  • Rumon Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img