দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনীর ক্ষমতায় যাওয়ার কোনো ঘটনা ঘটেনি 

সম্প্রতি, “অবরোধে পুলিশকে পেটাচ্ছে জামাত বিএনপি” শীর্ষক ক্যাপশন এবং ” অবরোধে পুলিশকে পেটাচ্ছে জামাত বিএনপি জরুরি অবস্থা জারি- ক্ষমতায় সেনাবাহিনী” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

সেনাবাহিনী

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইাভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারের পক্ষ থেকে বিএনপির সভা সমাবেশ প্রতিরোধে দেশে জরুরি অবস্থা জারি  কিংবা  সেনাবাহিনী ক্ষমতায় আসার কোনো ঘটনা ঘটেনি বরং ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও এবং ছবি সংযুক্ত করে চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৮ মিনিট ১ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিওর খণ্ডাংশ দেখানো হয়। পরবর্তীতে আলোচিত দাবিটি সম্পর্কে তিনটি ভিডিও দেখানো হয়। কিন্তু এতে কোথাও জরুরি অবস্থা জারি কিংবা সেনাবাহিনীর ক্ষমতায় আসা বিষয়ক কোনো দৃশ্য কিংবা তথ্য দেওয়া হয়নি। 

ভিডিও যাচাই ১ 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থাকা ঢাকা পোস্টে’র লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে গত ৫ নভেম্বর ঢাকা পোস্টে’র ইউটিউব চ্যানেলে “নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, সড়ক অবরোধ। BNP । Oborodh । Jamaat” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

উক্ত ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। এশিয়ান হাইওয়ের বন্দরের মদনপুরে অবস্থানকালে কয়েকটি টায়ার জ্বালিয়ে অবরোধ করে। 

ভিডিও যাচাই ২ 

আলোচিত ভিডিওটিতে অবরোধ সমর্থনে মিছিলের একটি ভিডিও দেখানো হয়। উক্ত মিছিলের ব্যানারে থাকা তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আজ ৬ নভেম্বর Bangladesh Jamaat-e-Islami -এর ইউটিউব চ্যানেলে “রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison : Rumor Scanner

এই ভিডিওটির শুরু থেকে ৩৭ সেকেন্ড পর্যন্ত অংশটুকু আলোচিত ভিডিওতে যুক্ত করা হয়েছে। 

ভিডিও যাচাই ৩

পরবর্তীতে আলোচিত দাবিটি প্রসঙ্গে আরও একটি ভিডিও দেখানো হয়। উক্ত ভিডিওটির অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে সার্চে গত ৫ নভেম্বর A1 News নামক একটি ইউটিউব চ্যানেলে “বিএনপি ভাঙ্গতে সর্বশক্তি প্রয়োগ করছে হাসিনা। সফল হবে কি?।। A1 News।। The Untold” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির শুরু থেকে ৩ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত অংশটুকু আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner 

উপরোক্ত তিনটি ভিডিও পর্যবেক্ষণ করে এটি স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের সরকার পতন আন্দোলনে পুলিশ-বিএনপি সংঘর্ষ নিয়ে আলোচনা করা হলেও উক্ত ভিডিওগুলোতে দেশে জরুরি অবস্থা জারি কিংবা সেনাবাহিনীর ক্ষমতায় আসা সংক্রান্ত কোনো তথ্য নেই।

এছাড়া, দেশে জরুরি অবস্থা জারি কিংবা সেনাবাহিনীর ক্ষমতায় আসার মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে অবশ্যই সে সংবাদ দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত হতো। কিন্তু উক্ত দাবিগুলোর বিষয়ে গুগলে কি ওয়ার্ড সার্চ করে কোনোপ্রকার তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটি স্পষ্ট যে, দেশে জরুরি অবস্থা জারি কিংবা সেনাবাহিনীর ক্ষমতায় আসা সংক্রান্ত কোনো কোনো ঘটনা ঘটেনি।।  

মূলত, সাম্প্রতিক সময়ে সরকার পতনের লক্ষ্যে বিএনপি-জামায়াতের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং তা প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সমাবেশ প্রতিরোধে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেনাবাহিনী ক্ষমতায় এসেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে জানা যায়, বিএনপি-জামায়াতের অবরোধে পুলিশের সাথে দলগুলোর নেতা-কর্মীদের সংঘর্ষ হলেও দেশে জরুরি অবস্থা জারি কিংবা সেনাবাহিনীর ক্ষমতায় আসা সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ এবং ছবি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। 

প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, রাজনৈতিক দলগুলোর সমাবেশ ও হরতাল-অবরোধে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১০৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন। 

উল্লেখ্য, পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশে সেনাবাহিনীর জরুরি অবস্থা জারি দাবিতে ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে  ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের সরকার পতন আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং তা প্রতিরোধে দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনীর ক্ষমতায় আসা সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img