সম্প্রতি “প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন মাহমুদুল হাসান জয়।” শীর্ষক দাবিতে একটি তথ্য দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘যমুনা টিভি‘র ইউটিউব চ্যানেলে, ‘দৈনিক বনিক বার্তা‘ এর অনলাইন সংস্করণে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘রাইজিং বিডি‘তে প্রচার করা হয়েছে।

এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটার জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরী করেছেন দাবিতে একাধিক সংবাদমাধ্যম এবং ফেসবুক আইডি ও পেজে তথ্যটি প্রচারিত হয়েছে। দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান দেখা যায়, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরীর কৃতিত্ব তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের নয় বরং ২০১৭ সালের অক্টোবরে ক্রিকেটার মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরীর রেকর্ড গড়েন।
দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘যমুনা টিভি” এর ইউটিউব চ্যানেলে গত ০২ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের চলমান টেস্ট ম্যাচে ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরী নিয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে বলা হয়, “২০ বছরের চেষ্টায় প্রথম বাংলাদেশি হিসেবে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরী হাঁকিয়েছিন মাহমুদুল হাসান জয়। আর যেটি যেকোনো ফর্মেটে বাংলাদেশে প্রথম।”
একই ঘটনা নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ‘দৈনিক বনিক বার্তা‘ এর অনলাইন সংস্করণে গত ০২ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন মাহমুদুল হাসান জয়।”

একই দিনে একই ঘটনা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, “গত ২০ বছরে তিন দফা দক্ষিণ আফ্রিকা সফর করেও সেঞ্চুরি হাঁকাতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার।”

তাছাড়াও, একই বিষয়টি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘রাইজিং বিডি‘তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেলেন মাহমুদুল হাসান জয়। তার আগে প্রোটিয়াদের বিপক্ষে দেশে কিংবা দেশের বাইরে কেউ-ই তিন অঙ্ক ছুঁতে পারেননি। ২১ বছর বয়সী তরুণ সেই সেঞ্চুরির গেরো ছুটালেন।”
এছাড়াও, দেশীয় সংবাদমাধ্যম ‘নিউজ২৪‘ ও ‘ইনকিলাব‘ এ আলোচিত তথ্যটি নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনামে দাবি করা হয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল হাসান জয় শতরান করেছেন।
পরবর্তীতে সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘দৈনিক সমকাল’ এর অনলাইন সংস্করণে ২০১৭ সালের ১৫ অক্টোবর “দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম সেঞ্চুরিয়ান’ মুশফিক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘Cricbuzz’ এর ওয়েবসাইটে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুশফিকের সেঞ্চুরি করা ম্যাচটির বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

Also Read: ক্রিকেটার সাকিবকে নিয়ে তাইজুলের বক্তব্য আংশিক বিকৃত করে প্রচার
এছাড়াও, ক্রিকেট ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘Rabbitholebd Sports’ এ “Musfiqur Rahim’s Unbeaten 110 Runs Against South Africa | 1st OD” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, প্রথম বাংলাদেশি হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথম সেঞ্চুরীর রেকর্ড ক্রিকেটার মুশফিকুর রহিমের। ২০১৭ সালের ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই রেকর্ড গড়েন ক্রিকেটার মুশফিকুর রহিম। চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের শতরান করার বিষয়টি প্রচার করতে গিয়েই দেশীয় একাধিক সংবাদমাধ্যমে জয়ের করা শতককে যেকোন সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রথম শতক হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৬ বলে অপরাজিত ১১০ রান করেন ক্রিকেটার মুশফিকুর রহিম। উল্লেখ্য, ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৮২ রান করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
সুতরাং, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম সেঞ্চুরীর রেকর্ড করলেও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরীকে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরী দাবি করে দেশীয় মূলধারার সংবাদমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন মাহমুদুল হাসান জয়
- Claimed By: Facebook Posts & Media Outlets
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Samakal: দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম সেঞ্চুরিয়ান’ মুশফিক
- Rabbitholebd Sports On YouTube: https://youtu.be/VjuE2vmK2fc
- Cricbuzz: https://www.cricbuzz.com/live-cricket-scorecard/17837/rsa-vs-ban-1st-odi-bangladesh-tour-of-south-africa-2017
- ২০১৭ সালের ম্যাচের বিস্তারিত- https://www.google.com/search?q=ban+vs+South+Africa+one+day+2017&oq=ban+vs+South+Africa+one+day+2017&aqs=chrome..69i57j33i160l2.16879j0j4&client=ms-android-vivo-rvo3&sourceid=chrome-mobile&ie=UTF-8#sie=m;/g/11ggr_jfdg;5;/m/021q23;dt;fp;1;;