সম্প্রতি, রাজধানীর সদরঘাটে বরিশালগামী লঞ্চে ভয়াবহ আগুন দাবিতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
একই দাবির টিকটকের ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার ঘটনার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ২০২৩ সালের ৩০ জুন প্রকাশিত এক ব্যক্তির পোস্টে থাকা জাহাজে আগুন লাগার ছবির সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার ঘটনার দৃশ্য।

জাতীয় দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে এ ঘটনা নিয়ে সে সময়ের এক ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার সেদিনের এ সংক্রান্ত সংবাদ থেকে জানা যায়, সেদিন (৩০ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা- টু চাঁদপুর রুটের ময়ুর-৭ নামক তিন তলা বিশিষ্ট একটি লঞ্চ বাধা ছিল। লঞ্চটিতে কোন যাত্রী ছিল না। হঠাৎ করে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন থেকে প্রথম দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সূত্রাপুর থেকে ২টি, পোস্তগোলা থেকে ২টি, সদরঘাট নদীবন্দর থেকে ২টি এবং হেডকোয়াটার্স থেকে ৫টি ইউটিনসহ মোট ১৩ টি ইউনিট এবং একটি ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের।
সুতরাং, সদরঘাটে বরিশালগামী লঞ্চে আগুন দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Afjal Patwary Shanto: Facebook Post
- Prothom Alo: Facebook Video