পাকিস্তানের লাহোরের বিমানবন্দরে আগুনের পুরোনো ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বা ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট সংযুক্ত করে দাবি করা হয়েছে, “পাকিস্তানের লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে প্রায় সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।..”

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদন: ঢাকা মেইল, বাংলাদেশ জার্নাল, সময়ের আলো, বার্তাবাজার, সংবাদ প্রকাশ, বিডি২৪রিপোর্ট, নিউজজি২৪, নিউজজোনবিডি

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়া, এরূপ দাবিতে ফেসবুকে একটি ভিডিও সংযুক্ত করেও প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।

উল্লেখ্য যে, মূলত উক্ত ভিডিও থেকেই নেওয়া স্ক্রিনশট এ বিষয়ক সংবাদ প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে সূত্র হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে উল্লেখ করা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বরং, ২০২৪ সালের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘tweakpakistan1’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ৯ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং এ বিষয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে উক্ত ঘটনার দৃশ্য দাবিতে সংযুক্ত ছবির সাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

উক্ত ভিডিওটি সম্পর্কে ইন্সটাগ্রাম পোস্টটির ক্যাপশনে বলা হয়, “লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন। তদন্তে জানা গেছে, আগুনের কারণ ছিল শর্ট সার্কিট।” (অনূদিত)

এছাড়াও, একইদিনে একইরকম ক্যাপশনে ‘shahoflahore’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ঘটনার ভিডিও প্রচার হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

পরবর্তীতে এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ‘পাকিস্তান টুডে’ নামক একটি পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে “Fire breaks out at Lahore airport, flight operations disrupted” শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ৯ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার [৯ মে ২০২৪] সকালে ইমিগ্রেশন কাউন্টারের ছাদের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব ঘটে বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। দ্রুত রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিটটি সকাল ৫টার দিকে ঘটে।” (অনূদিত)

উক্ত প্রতিবেদনটিতে সংযুক্ত ছবির সাথেও সম্প্রতি কিছু গণমাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাদৃশ্য পাওয়া যায়। এছাড়াও, এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ওয়েবসাইটেও ২০২৪ সালের ৯ মে তারিখে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে এ বিষয়ে প্রচারিত দাবিতে সংযুক্ত ভিডিও বা ছবি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৪ সালের।

পরবর্তী অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে কি না এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান’ এর ওয়েবসাইটে গত ২৬ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (PAA) সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। শনিবার [২৬ এপ্রিল] এক সরকারি বিবৃতিতে PAA জানায়, লাহোর বিমানবন্দরে সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো ধরনের আগুন বা অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। সব ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে।”

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৪ সালে পাকিস্তানের লাহোরের বিমানবন্দরে আগুন লাগার ভিডিও ও ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে লাহোরের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img