সম্প্রতি “#Please help me আপনার_ এক টাকা_ দানে বাচাঁতে পারে তিনটি (যথাযথভাবে যাচাই করে সাহায্য করেন। যে যা পারেন ওকে একটু হেল্প করেন, সবাই বাচতে চাই, টাকা পয়সা কেও নিয়ে যাবে না,, পরকালের জন্য না হয় কিছু করি,,,” শীর্ষক শিরোনামে এক ব্যক্তির তথ্য সম্বলিত ভিডিও সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে এবং এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এতে উল্লিখিত বিকাশ, রকেট এবং নগদ নাম্বারগুলো রাশিদুলের চিকিৎসার জন্যে আর্থিক সাহায্য পাঠানোর প্রকৃত নাম্বার নয় বরং রাশিদুলের জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ, রকেট ও নগদ নাম্বারটি পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন নাম্বার সংযুক্ত করা হয়েছে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘Khairul Islam Ratul’ নামের ফেসবুক পেজে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বরে “যে ভায়েরা এটা কে ফেক বা বানোয়াট বলছেন তাদের জন্য এটা বিস্তারিত সহ কারে দিলাম।” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ‘GTV’ এর সংবাদিক রুমান আকনের ব্যক্তিগত ফেসবুক আইডি হতে ২০২০ সালের ১৫ নভেম্বরে রাশিদুলের চিকিৎসার আপডেট সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। একই দিনে তিনি রাশিদুলের স্ত্রীকে নিয়ে অন্য আরেকটি পোস্ট করেন।
পাশাপাশি, দেশীয় সংবাদমাধ্যম ‘দৈনিক সমকাল’ এর অনলাইন সংস্করণে ২০২০ সালের ১৭ নভেম্বরে “স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী” শীর্ষক শিরোনামে রাশিদুলের চিকিৎসার আপডেট তথ্য সম্পর্কিত প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই দিনে দেশীয় সংবাদমাধ্যম ‘ডিবিসি‘, ‘সমকাল‘ ও ‘যুগান্তর‘ এর অনলাইন সংস্করণ এবং অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ২৪’ এর ওয়েবসাইটে রাশিদুলের চিকিৎসার তথ্য সম্পর্কিত সংবাদ প্রচারিত হয়।
মূলত, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের সন্তান রাশিদুল ইসলাম। তিনি পেশায় একজন আনসার সদস্য। ২০২০ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শরীরের পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা তার দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। রাশিদুলের সুস্থতার জন্য দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হলে রাশিদুলের স্ত্রী সেতু তার জন্য একটি কিডনি দানে সম্মতি পোষণ করেন এবং একই বছরই অপারেশনের মাধ্যমে সেতুর একটি কিডনি রাশিদুলের শরীরে প্রতিস্থাপন করা হয়। সেসময় রাশিদুলের এই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল যা নিম্ন মধ্যবিত্ত পরিবার সদস্য হওয়ায় তার পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাশিদুলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে রাশিদুলের ব্যক্তিগত বিকাশ নাম্বার (01700588805, 01778732677) সহ রাশিদুলের একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। এরপরই রাশিদুলের জন্য মানবিক সাহায্যের আবেদনের ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি রাশিদুলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদনটি পুনরায় সামাজিক মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে রাশিদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২০ সালের ১২ নভেম্বর রাজধানীর শ্যামলীর সিকেডি কিডনি হাসপাতালে অপারেশন করে তার স্ত্রীর সেতুর একটি কিডনি সফলভাবে তার শরীরে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি ও তার স্ত্রী উভয়ই সুস্থ আছেন এবং গ্রামের বাড়িতে একটি মুদি দোকান দিয়ে সংসার চালাচ্ছেন তিনি এবং বর্তমানে তার চিকিৎসা সম্পর্কিত আর্থিক সহায়তা গ্রহণের কোনো কার্যক্রম চালু নেই বলে নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে রাশিদুলের চিকিৎসার তথ্য ও ভিডিও ব্যবহার করে কেবলমাত্র বিকাশ (01700588805,01778732677) নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে রাশিদুলের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে ভিন্ন বিকাশ, রকেট ও নগদ নাম্বার যুক্ত করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সম্প্রতি রাশিদুলের নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বারে (01783066984,01831652514) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কয়েকমাস যাবত শুধুমাত্র মূল পোস্টের বিকাশ, রকেট ও নগদ নাম্বার পরিবর্তন করে একই শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে রাশিদুলের জন্য আর্থিক সহায়তার আবেদনমূলক ভিডিওর পোস্টের প্রকৃত বিকাশ নাম্বার পরিবর্তন করে নতুন বিকাশ, রকেট ও নগদ নাম্বার সংযুক্ত করে আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: #Please help me আপনার_ এক টাকা_ দানে বাচাঁতে পারে তিনটি (যথাযথভাবে যাচাই করে সাহায্য করেন।
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- https://www.facebook.com/khairulislamratul25/videos/793345734751638/
- https://www.facebook.com/mr.rumaan/posts/663646647650930
- https://www.facebook.com/mr.rumaan/posts/663624014319860
- https://youtu.be/H2UB9ln5KN0
- স্বামীকে কিডনি দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সেতু
- কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন স্ত্রী
- স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী
- স্বামীর দুটি কিডনিই নষ্ট, একটি দিয়ে প্রশংসায় ভাসছেন স্ত্রী