সম্প্রতি, অভিনেতা এ কে আজাদ আদর হঠাৎ তেড়ে এসে অভিনেতা যোজন মাহমুদকে বেধড়ক চড় ও লাথি দিচ্ছেন এমন একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে চুমু খাওয়া নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে।

Sakilthalukder (আর্কাইভ) নামের টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)
ইতিমধ্যে ভিডিওটি প্রায় ৯ লক্ষ ২৩ হাজার বারের অধিক দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে চুমু খাওয়া নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে দুই অভিনেতা একে আজাদ ও যোজন মাহমুদের চুমু খাওয়া নিয়ে মারামারির ঘটনাটি সাজানো। শবনম বুবলী, এ কে আজাদ আদর ও যোজন মাহমুদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’ মুক্তির আগে একটি বেসরকারি টেলিভিশনে ‘তালাশ’ চলচ্চিত্র টিমের আড্ডায় চলচ্চিত্রের একটি সিনের সাথে মিল রেখে অনুষ্ঠানে মারামারির স্ক্রিপ্টেড বা সাজানো অভিনয় করেন। উক্ত স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওটি অধিক ভিউ পাওয়ার আশায় আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ভিডিওটিতে দেখা যায়, হঠাৎ তেড়ে এসে অভিনেতা যোজন মাহমুদকে বেধড়ক চড় ও লাথি দিচ্ছেন আদর আজাদ। যেখানে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসিরও। এছাড়াও ভিডিওটিতে ‘On THIS DAY 6/17/2022’ তারিখ লেখা আছে। ভিডিওর উপরের বাম কোনো একটি লোগোও পরিলক্ষিত হয়, লোগোটি বিশ্লেষণ করে এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির বলে জানা যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন ‘Bangla TV’ এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ জুন ‘বাংলা টিভি’তে ‘তালাশ’ টিমের আড্ডাবাজি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটির ২৫ মিনিট ৩৮ সেকেন্ড থেকে ২৫ মিনিট ৫৩ সেকেন্ড অংশের সাথে মিল পাওয়া যায়।

ভিডিওর, ২৫ মিনিট ১৭ সেকেন্ডে বুবলীর এক প্রশ্নে অভিনেতা যোজন মাহমুদ অভিনেতা আদর আজাদকে উদ্দেশ্য করে সুমনের (আদর আজাদ) গেটআপ ও আচরণের সমালোচনা করতে দেখা যায়। এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত। ঠিক তখনই আদর আজাদ উঠে এসে যোজন মাহমুদকে বেধড়ক চড় ও লাথি দিচ্ছেন।
ভিডিওটির ২৭ মিনিট ৫৬ সেকেন্ডে পরিচালক সৈকত নাসির বলেন, আসলে সত্য কথা বলতে কি এটা ফান ছিল । ঠিক একই রকম একটা সিন আপনারা সিনেমা হলে সিনেমায় দেখতে পাবেন।
অর্থাৎ, ভিডিওর এই মারামারির অংশটুকু তালাশ টিমের চলচ্চিত্র প্রচারণার একটা অংশ ছিলো। অর্থাৎ, মারামারির বিষয়টি একটি সাজানো ঘটনা।
মূলত, চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী, অভিনেতা এ কে আজাদ আদর ও অভিনেতা যোজন মাহমুদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’ মুক্তির আগে ২০২২ সালে ১৫ জুন বেসরকারি টেলিভিশন ‘Bangla TV’- এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘তালাশ’ টিমের আড্ডাবাজি’ শীর্ষক শিরোনামে ৪৩ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। উক্ত ভিডিওর ২৫ মিনিট ৩৮ সেকেন্ড থেকে ২৫ মিনিট ৫৩ সেকেন্ডের স্ক্রিপ্টেড ঘটনাকে সম্প্রতি বুবলীকে চুমু খাওয়া নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে দুই অভিনেতা এ কে আজাদ আদর ও যোজন মাহমুদের মারামারির দৃশ্য দাবিতে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, তালাশ চলচ্চিত্রের প্রচারণার লক্ষ্যে অভিনেত্রী বুবলীকে চুমু খাওয়া নিয়ে টিভি অনুষ্ঠানের সাজানো মারামারি ঘটনাকে বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla TV Youtube: বাংলা টিভি’তে ‘তালাশ’ টিমের আড্ডাবাজি
- Bangla TV Facebook: বাংলা টিভি’তে ‘তালাশ’ টিমের আড্ডাবাজি
- Rumor Scanner’s oWn Analysis