নারী রেফারিকে রান্নাঘরে থাকতে বলেননি টার্কিশ ফুটবলার করিম দেমিরবেয়

সম্প্রতি নারী রেফারি কর্তৃক লাল কার্ড পাওয়ায় সেই রেফারিকে উদ্দেশ্য করে টার্কিশ ফুটবলার করিম দেমিরবেয়ের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে
আর্কাইভ  দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

উক্ত দাবিতে নেপালের ফুটবল পেইজ Sarcasm Football Nepal এর পোস্ট দেখুন এখানে
আর্কাইভ দেখুন এখানে। 

পোস্টগুলোতে যা দাবি করা হচ্ছে:

তুর্কিশ ফুটবল খেলোয়াড় করিম দেমিরবেয়কে একজন জার্মান নারী রেফারি লাল কার্ড দিয়েছিলেন। কারণ তিনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় রেফারিকে বলেছিলেন, “আপনার রান্নাঘরে থাকা উচিত।”

নারী রেফারি এটি তার রিপোর্টে লিখেন এবং ফিফা দেমিরবেয়কে ৫টি ম্যাচের জন্য সাসপেন্ড করে এবং সাজার একটি অংশ হিসাবে তাকে একটি মহিলা ফুটবল ম্যাচের রেফারির দায়িত্ব পালনের আদেশ দেয়। যখন দেমিরবের ম্যাচ পরিচালনা করছিলেন তখন তিনি ৮ জন নারী খেলোয়াড়কে লাল কার্ড দেন। কেন এটি করলেন তাকে জিজ্ঞেম করা হলে তিনি উত্তর দিলেন, কারণ, মহিলাদের রান্নাঘরে থাকা উচিত।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নারী রেফারি কর্তৃক লাল কার্ড পাওয়ায় সেই রেফারিকে উদ্দেশ্য করে টার্কিশ ফুটবলার করিম দেমিরবেয় ‘আপনার রান্নাঘরে থাকা উচিত।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। এছাড়া সাজার অংশ হিসেবে নারী ফুটবল ম্যাচের দায়িত্ব পালনকালে ৮ জন নারী ফুটবলারকে করিম দেমিরবেয়ের লালকার্ড দেখানোর তথ্যটিও বানোয়াট ও ভিত্তিহীন। 

তথ্যটি যেভাবে ছড়ালো

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহারের পাশাপাশি রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিতে প্রচারিত তথ্যটি  ক্যাঁচাল-Kechal (আর্কাইভ) নামের একটি ফেসবুক পেইজ থেকে ব্যানার আকারে গত ৮ এপ্রিল রাত ৮ টা ১২ মিনিটে প্রথম পোস্ট করা হয়। 

Screenshot: Crowdtangle

তবে ফেসবুক পেইজটি ব্যানারটির শিরোনামে #satire #humor #football #fun #funny ইত্যাদি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে। কিন্তু পরবর্তীতে একই ব্যানার এসব হ্যাশট্যাগ ব্যতীতই ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

Image: Random Post on Facebook; Collage by Rumor Scanner
করিম দেমিরবেয়ের সঙ্গে কি হয়েছিল? তিনি রেফারিকে উদ্দেশ্য করে কি বলেছিলেন? 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে ২০১৫ সালের ৫ ডিসেম্বর 
Kerem Demirbay: Player officiates girls’ game after referee insult” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: BBC Sports 

প্রতিবেদনে উল্লেখিত তথ্যানুযায়ী, জার্মানির ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ মিডফিল্ডার করিম দেমিরবেয় বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের এফএসভি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন। এই ঘটনার পর দেমিরবেয় মাঠ ছাড়ার সময় ঐ ম্যাচের রেফারি বিবি স্টেইনহাউসকে উদ্দেশ্য করে বলেন, ‘ফুটবলে মহিলাদের কোনও স্থান নেই।’

প্রতিবেদনে উল্লেখিত তথ্যানুযায়ী, জার্মানির ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ মিডফিল্ডার করিম দেমিরবেয় বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের এফএসভি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন। এই ঘটনার পর দেমিরবেয় মাঠ ছাড়ার সময় ঐ ম্যাচের রেফারি বিবি স্টেইনহাউসকে উদ্দেশ্য করে বলেন, ‘ফুটবলে মহিলাদের কোনও স্থান নেই।’

Screenshot: BBC Sports

এটি ছাড়াও এই ঘটনায় রেফারি স্টেইনহাউসকে উদ্দেশ্য করে করিম দেমিরবেয়ের যেসব বক্তব্য পাওয়া যায়, তাতে কোথাও নারী রেফারিকে উদ্দেশ্য করে তার ‘আপনার রান্নাঘরে থাকা উচিত’ এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান ও আইটিভির প্রতিবেদন পড়ুন যথাক্রমে এখানেএখানে

Screenshot: The Guardian

অপরদিকে এই মন্তব্যের জেরে করিম দেমিরবেয়কে শাস্তি হিসেবে জার্মান ফুটবল এসোসিয়েশন তাকে পরবর্তী পাঁচ ম্যাচে নিষেধাজ্ঞা দেয়।

Screenshot: The Guardian

পাশাপাশি করিম দেমিরবেয়ের ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ তাকে ১০ হাজার ইউরো জরিমানা করে ও মেয়েদের একটি ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়। তবে এই ম্যাচ পরিচালনার সময় করিম দেমিরবেয় কর্তৃক ৮ নারী ফুটবলারকে লাল কার্ড দেখানো ও এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করায় পুনরায় তার ‘মহিলাদের রান্নাঘরে থাকা উচিত’ শীর্ষক মন্তব্যের দাবিতে যে তথ্যটি প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে পাওয়া যায়নি। 

বরং বিভিন্ন গণমাধ্যম সূত্রে করিম দেমিরবয়ের যে মন্তব্য পাওয়া যায়, সেসবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি মিস স্টেইনহাউসকে যা বলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার ঐ বাক্যটি বলা উচিত হয়নি এবং এই বাক্যটি নারীর প্রতি আমার চিন্তাভাবনাকেও প্রতিনিধিত্ব করে না।

Screenshot: BBC Sports

অর্থাৎ ২০১৫ সালে জার্মান ঘরোয়া লীগ বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের এফএসভি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেছিলেন ফরচুনা ডুসেলডর্ফের টার্কিশ মিডফিল্ডার করিম দেমিরবেয়। এ ঘটনার পর মাঠ ত্যাগের সময় করিম দেমিরবেয় ঐ ম্যাচের রেফারি বিবি স্টেইনহাউসকে উদ্দেশ্য করে বলেন, ‘ফুটবলে মহিলাদের কোনও স্থান নেই।’ তার এই মন্তব্যকেই সম্প্রতি ‘আপনার রান্নাঘরে থাকা উচিত’ দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া করিম দেমিরবেয় কর্তৃক পরিচালিত ম্যাচে ৮ নারী ফুটবলারকে লাল কার্ড দেখানোর দাবির পক্ষেও কোনো সত্যতা পাওয়া যায়নি।

নারী রেফারিকে উদ্দেশ্য করে ‘মহিলাদের রান্নাঘরে থাকা উচিত’ শীর্ষক মন্তব্যের অস্তিত্ব 

করিম দেমিরবেয়ের নারী রেফারিকে উদ্দেশ্য ‘মহিলাদের রান্নাঘরে থাকা উচিত’ শীর্ষক মন্তব্য পাওয়া না গেলেও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে অন্তত এমন দুইটি ঘটনা খুঁজে পাওয়া যায়, যেখানে নারী রেফারিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছিল। 

যেমন, ২০১৪ সালের ২৯ অক্টোবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে ‘County FA official banned for ‘kitchen’ insult to female referee‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কানাডার নর্থম্বারল্যান্ড কাউন্টির ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি জন কামিন্স রেফারিদের একটি কর্মশালায় রেফারি ডেভেলপমেন্ট কর্মকর্তা লুসি মেকে উদ্দেশ্য করে বলেন, ‘নারীর জায়গা রান্নাঘরে, ফুটবল মাঠে নয়।’

Screenshot: BBC 

এই মন্তব্যের ফলে জন কামিন্সকে চার মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি তাকে ২৫০ ইউরো জরিমানা ও কর্মক্ষেত্রে ফেরার পূর্বে শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। 

Screenshot: BBC 

অনুসন্ধানে একইরকম আরেকটি ঘটনা পাওয়া যায় ২০১৬ সালের ৪ অক্টোবর ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান সূত্রে। 

পত্রিকাটিতে ‘Czech players who said female referee ‘belonged in kitchen’ told to train with women’s team‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চেক রিপাবলিকের ঘরোয়া লীগের খেলায় স্পার্টা প্রাগ দুইজন খেলোয়াড় একজন নারী সহকারী রেফারিকে রান্নাঘরে থাকতে বলায় ঐ দুই খেলোয়াড়কে নারী দলের সাথে অনুশীলনের জন্য পাঠিয়েছে।

Screenshot: The Guardian

প্রতিবেদনটি থেকে জানা যায়, নারী সহকারী রেফারি লুসি রাতাজোভা অফসাইডের সংকেত দিতে ব্যর্থ হন। এই ঘটনার পর স্পার্টা প্রাগের মিডফিল্ডার লুকাস ভাচা এবং গোলরক্ষক টমাস কৌবেক নারীদের পুরুষ ফুটবল পরিচালনা না করে রান্নাঘরে থাকার বিষয়ে মন্তব্য করেন।

 Screenshot: The Guardian

তাদের এই মন্তব্যের পরে দুইজনই শাস্তির মুখোমুখি হন এবং এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে এসব মন্তব্যের সঙ্গে করিম দেমিরবেয়ের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। 

উল্লেখিত ঘটনাগুলো ছাড়াও ম্যাচ পরিচালনাকালীন খেলোয়াড়দের দ্বারা রান্নাঘর চলে যাওয়ার, থালাবাসন ধোয়ার কাজে যুক্ত হওয়ার মতো অনেক কটুক্তির ঘটনা নারী রেফারিদের সাক্ষাৎকারে পাওয়া যায়। যেমন, ল্যাটিন আমেরিকার নারী ফুটবল রেফারি মেপানি বারমেজো বলেন, ম্যাচ পরিচালনাকালীন তাকে এমন কটুক্তি শোনার অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। নারী রেফারিদের এমন কিছু অভিজ্ঞতা পড়ুন এখানে। 

Screenshot: Be Soccer

মূলত, ২০১৫ সালে জার্মানির ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ মিডফিল্ডার করিম দেমিরবেয় বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের এফএসভি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন। এই ঘটনার পর দেমিরবেয় মাঠ ছাড়ার সময় ম্যাচের রেফারি বিবি স্টেইনহাউসকে উদ্দেশ্য করে বলেন, ‘ফুটবলে মহিলাদের কোনও স্থান নেই।’ তার এই মন্তব্যের জেরে তিনি পাঁচ ম্যাচ নিষিদ্ধ হন এবং একইসাথে তাকে একটি নারী ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেটি পালন করেন। পাশাপাশি তার এই মন্তব্যের জন্য তিনি ঐ নারী রেফারির কাছে দুঃখ প্রকাশও করেন। সেই সময়ের এই ঘটনাটিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে করিম দেমিরবেয়ের মন্তব্য দাবিতে ‘আপনার রান্নাঘরে থাকা উচিত’ শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই মন্তব্যটি করিম দেমিরবেয়ের নয়। পাশাপাশি করিম দেমিরবেয় কর্তৃক পরিচালিত ম্যাচে তার ৮ জন নারী ফুটবলারকে লাল কার্ড দেখানোর যে দাবিটি প্রচার করা হচ্ছে, সেটির পক্ষেও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে কোনো সত্যতা পাওয়া যায়নি।

সুতরাং, ফেসবুকে নারী রেফারি কর্তৃক লাল কার্ড পাওয়ায় রেফারিকে কটাক্ষ করেটার্কিশ ফুটবলার করিম দেমিরবেয়ের নামে একটি উক্তি ও একইসাথে ৮ জন নারী ফুটবলারকে লাল কার্ড দেখানোর একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img