সম্প্রতি, ‘সংস্কারের জন্য ৫ বছর সময় পেলে দেশকে জাপানের মত করে ফেলতাম – প্রধান উপদেষ্টা’ শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংস্কারের জন্য পাঁচ বছর সময় পেলে দেশকে জাপানের মতো করে ফেলতেন বলে মন্তব্য করেননি ড. মুহাম্মদ ইউনূস। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ড. ইউনূসকে উদ্ধৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ সূত্রে এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। ড. ইউনূসের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়া হতো। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও ড. ইউনূসের এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি।
পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে গত ১২ অক্টোবর রাত ১০ টা ২০ মিনিটে ‘জনতার কন্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এই দাবির সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।
এছাড়াও উক্ত ফেসবুক পেজটি পর্যালোচনা করে এতে এমন বেশ কিছু ফটোকার্ড (১, ২, ৩, ৪) খুঁজে পাওয়া যায়। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং তারা সমসাময়িক নিউজগুলো সার্কাজম আকারে প্রকাশ করেন। যা থেকে প্রতীয়মান হয় যে, উক্ত পেজটি সার্কাজম হিসেবে পোস্টটি প্রচার করেছেন। তবে সেটি পরবর্তীতে ফেসবুকে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ‘সংস্কারের জন্য ৫ বছর সময় পেলে দেশকে জাপানের মত করে ফেলতাম’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis