বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন ছাত্রীর স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তিনি গত ২২ জুলাই শহিদ হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, গত ২২ জুলাই উক্ত শিক্ষার্থী মারা যাওয়ার দাবিটি সত্য নয় বরং সিনথিয়া জাহিন আয়েশা নামের এই শিক্ষার্থী বেঁচে আছেন।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে উক্ত নারীর গলায় থাকা আইডি কার্ডে ‘Begum Badrunnessa Government Girls’ College, Dhaka, Zoology Department’ শীর্ষক লেখা লক্ষ্য করা যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে Begum Badrunnessa Govt. Girls College (BBGGC) নামক একটি ফেসবুক গ্রুপে গত ৩ আগস্ট একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ফেসবুক পোস্টে থাকা ছবির সাথে আলোচিত শিক্ষার্থীর চেহারার সাদৃশ্য পাওয়া যায়।
উক্ত ফেসবুক পোস্ট থেকে জানা যায়, উক্ত শিক্ষার্থীর নাম সিনথিয়া জাহিন আয়েশা। তিনি প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক।
এছাড়া অনুসন্ধানে ইলেক্ট্রনিক গণমাধ্যম আরটিভি’র ইউটিউব চ্যানেলে গত ৭ আগস্ট “নতুন বাংলাদেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওতে সিনথিয়া জাহিন আয়েশার একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, এই ভিডিওতেও উপস্থাপক তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন।
অর্থাৎ, এ থেকে প্রতীয়মান যে সিনথিয়া জাহিন আয়েশা মারা যাননি।
সুতরাং, ইন্টারনেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশার মৃত্যুর দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Badrunnessa Govt. Girls College (BBGGC) – Facebook Post
- RTV – নতুন বাংলাদেশ