ঢালিউড সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তির পর থেকে প্রতিনিয়ত চলচ্চিত্র পাড়ায় নতুন নতুন রেকর্ড গড়ার খবর আসছে গণমাধ্যমেছে। দেশ পেরিয়ে দেশের বাইরেও সিনেমা হলগুলোতে ব্যাপক লোক সমাগমের খবর পাওয়া যাচ্ছে। তুফান সিনেমা নিয়ে এতো মাতামাতির মাঝেই সম্প্রতি তুফান সিনেমা চলাকালে সিনেমা হলের ছাদ ধ্বসে পড়েছে দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ১ লক্ষ ৬০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং আড়াই হাজারেরও বেশি অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তুফান সিনেমা চলাকালীন সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি বরং ফিলিপাইনের একটি সিনেমা হলের পুরোনো ভিডিও ক্লিপ ব্যবহার করে প্রচারিত দাবিটি ছড়ানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে ViralHog নামের ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৬ জুন প্রকাশিত একটি সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর কিছু অংশের হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি মূলত ফিলিপাইনে চিবু শহরের একটি সিনেমা হলে ছাদ ধ্বসে পড়ার ভিডিও।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৫ সালের ১৬ জুন একই দিনে একই ঘটনায় প্রকাশিত একটি সংবাদ খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত সংবাদ থেকে জানা যায়, সেসময় ড্রিমস্কেপ নেটওয়ার্ক নামে একটি কোম্পানির ব্রান্ড রিলঞ্চ অনুষ্ঠান চলছিলো ঐ সিনেমা হলে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে ছাদ থেকে পানি পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ছাদ ধ্বসে পড়ে। ঘটনাস্থলে ছয়জন আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তুফান সিনেমা নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার হলেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০১৫ সালের ফিলিপাইনের চিবু শহরের একটি সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার ঘটনা ঘটে। ঐ ঘটনায় সেসময় একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়। সম্প্রতি সেই ফুটেজকে তুফান সিনেমা চলাকালীন সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, তুফান সিনেমা চলাকালীন সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, তুফান সিনেমা চলাকালীন সিনেমা হলের ছাদ ধ্বসে পড়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ViralHog: Movie Theatre Ceiling Collapses
- The Sydney Morning Herald: Cinema roof collapse in Philippines: Six injured a Dreamscape Networks event in Cebu City
- Rumor Scanner’s Own Research