কোকাকোলা বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের ‘রেড’ কর্মসূচিতে অংশ নেয়নি 

কোমল পানীয় কোকাকোলা বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এর লাল প্রোফাইল ও কভার ছবি যুক্ত একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে কোকাকোলা বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের ‘রেড’ কর্মসূচিতে অংশ নিয়েছে। 

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কোকাকোলা বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে তাদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি লাল রঙের করেনি বরং সম্পাদিত ছবির মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। কোকাকোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে জানা যায়, প্রচারিত ছবির সাথে কোকাকোলা বাংলাদেশ এর ফেসবুক পেজ এর প্রোফাইল ছবিটির মিল থাকলেও কভার ছবিটির মিল নেই। এছাড়াও, প্রোফাইল ছবিটি ২০২৩ সালের ২১ জুন ও কভার ছবিটি গত ২০ ফেব্রুয়ারি হালনাগাদ করা হয়েছে। কোকাকোলা বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সর্বশেষ গত ২১ মে পোস্ট করা হয়েছে। অর্থাৎ, কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের প্রোফাইল ছবি ও কভার ছবির হালনাগাদের কোনো সম্পর্ক নেই।

Comparison: Rumor Scanner

সুতরাং, কোকাকোলা বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের ‘রেড’ কর্মসূচিতে অংশ নিয়ে ফেসবুক পেজের প্রোফাইল ছবি ও কভার ছবি লাল রঙ করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড বা সম্পাদিত।

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img