সম্প্রতি, ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামি নিজের বলে আউট হওয়ার জন্য ব্যাটারদেরকে টাকা দিয়েছেন শীর্ষক একটি মন্তব্যকে শামির স্ত্রী হাসিন জাহানের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামি নিজের বলে আউট হওয়ার জন্য ব্যাটারদেরকে টাকা দিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য করেননি তার স্ত্রী হাসিন জাহান বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত মন্তব্যটি হাসিনের নামে ফেসবুকে প্রচার করা হয়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এবিষয়ে সম্ভাব্য প্রথম পোস্ট হিসেবে Indian Cricket Sarcasm নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ নভেম্বর ‘Shami gives money to players to take their wickets’ শীর্ষক শিরোনামে হাসিনের ছবি নিয়ে প্রকাশিত ডিজিটাল ব্যানার সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ব্যানারটি পর্যবেক্ষণ করে সেখানে দেখা যায়, শামিকে নিয়ে তার স্ত্রী হাসিনের উক্ত মন্তব্য সম্বলিত তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

উক্ত ব্যানারের তথ্যটি পরবর্তীতে বাংলায় অনূদিত হয়ে বিভিন্ন পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে হাসিনের করা বাস্তব মন্তব্য দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
তবে উক্ত ব্যানারে ব্যবহৃত হাসিন জাহানের ছবিটি সাম্প্রতিক সময়ের কিনা সেবিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Dynamite News এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২১ মার্চ ‘Shami’s wife Hasin Jahan to meet Mamata Banerjee on March 23’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, হাসিন জাহানের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়াও, কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ZEENEWS এর ওয়েবসাইটে Mohammed Shami’s Estranged Wife Denies Saying, ‘He Pays Batters To Pick Wickets’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে হাসিন জাহানের একটি ইন্সটাগ্রাম পোস্টের বরাতে জানানো হয়, শামিকে নিয়ে প্রচারিত উক্ত মন্তব্যটি হাসিনের নয়।
পরবর্তীতে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে হাসিন জাহানের ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গত ২৭ নভেম্বর প্রকাশিত উক্ত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে হাসিন জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, তার নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে এবং সমাজের সামনে তাকে হেয় করার জন্য একদল অসামাজিক লোক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, শামি ২০১৮ সালে উমেশ নামের এক মিডিয়া মাফিয়াকে তার নামে অপপ্রচার চালানোর জন্য নিয়োগ দিয়েছিলেন।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত মোহাম্মদ শামিকে নিয়ে তার স্ত্রী হাসিন জাহানের উক্ত মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০১৪ সালে বিবাহের চার বছরের মাথায় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি এবং তার স্ত্রীর মধ্যকার বিভিন্ন সমস্যার বিষয়টি সামনে আসে। পরবর্তীতে শামির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে হাসিনকে মন্তব্য করতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ পরবর্তী সময়ে শামি নিজের বলে আউট হওয়ার জন্য ব্যাটারদেরকে টাকা দিয়েছেন শীর্ষক একটি মন্তব্যকে শামির স্ত্রী হাসিন জাহানের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, হাসিন জাহান উক্ত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে Indian Cricket Sarcasm নামের একটি ফেসবুক পেজে সার্কাজম হিসেবে উক্ত দাবিটি প্রচার হওয়ার তা পরবর্তীতে হাসিনের বাস্তব মন্তব্য দাবিতে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও এখন পর্যন্ত ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামি এবং তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি।
সুতরাং, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি নিজের বলে আউট হওয়ার জন্য ব্যাটারদেরকে টাকা দিয়েছেন শীর্ষক একটি মন্তব্যকে শামির স্ত্রী হাসিন জাহানের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dynamite News: Shami’s wife Hasin Jahan to meet Mamata Banerjee on March 23
- ZEENEWS: Mohammed Shami’s Estranged Wife Denies Saying, ‘He Pays Batters To Pick Wickets
- Hasin Jahan Instagram: Post
- Rumor Scanner’s Own Analysis