সম্প্রতি, ইসলামবিদ্বেষী ভারতীয় আগ্রাসন এবং পতিত স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের খবর এসেছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে গত সোমবার (২৫ নভেম্বর) বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন একদল লোক। একই দিন রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে পত্রিকাটির বগুড়া কার্যালয়েও হামলা করা হয়। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং প্রথম আলোর কর্মীদের হুমকি ও বিষোদ্গার করা হয়।
এরই প্রেক্ষিতে ‘স্বাধীন দেশে একটি পত্রিকার অফিসের উপর এভাবে হামলা অপ্রত্যাশিত। আমাদের প্রধান কার্যালয় আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবছি’ শীর্ষক একটি ফটোকার্ড সম্বলিত মন্তব্যকে দ্য ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডেইলি স্টারের কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম করেননি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই উক্ত ফটোকার্ড সম্বলিত মন্তব্যটি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কার্যালয় সরিয়ে নেওয়ার বিষয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায় রিউমর স্ক্যানারকে জানান, মাহফুজ আনাম এমন কোনো মন্তব্য করেননি। রিউমর স্ক্যানারকে একই তথ্য দিয়েছেন পত্রিকাটির সিনিয়র রিপোর্টার জায়মা ইসলামও।
তাছাড়া, ২৬ নভেম্বর দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে আলোচিত মন্তব্য সম্বলিত ফটোকার্ডটি নিয়ে প্রকাশিত একটি পোস্টে উক্ত মন্তব্য সম্বলিত ফটোকার্ডটিকে মিথ্যা প্রচারণা হিসেবে উল্লেখ করে বলা হয়, “দ্য ডেইলি স্টারের নামে ছড়ানো এই ছবি-সংবাদ ভুয়া। এ ধরনের কোনো সংবাদ দ্য ডেইলি স্টার কখনো প্রকাশ করেনি।”
সুতরাং, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নামে প্রচারিত ‘স্বাধীন দেশে একটি পত্রিকার অফিসের উপর এভাবে হামলা অপ্রত্যাশিত। আমাদের প্রধান কার্যালয় আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবছি’ শীর্ষক মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- The Daily Star Facebook: Post