‘বাংলাদেশে কোরআনের মাহফিল করতে কোন প্রশাসন না কারো অনুমতির প্রয়োজন নেই’ শীর্ষক একটি মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাহফিল করার অনুমতি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস এমন কোন মন্তব্য করেননি বরং কোনো প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অন্তত গত ১৮ আগস্ট থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোন গণমাধ্যম এমনকি প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত দাবির প্রেক্ষিতে কোন গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘বাংলাদেশে কোরআনের মাহফিল করতে কোন প্রশাসন না কারো অনুমতির প্রয়োজন নেই’ শীর্ষক মন্তব্য ড. মুহাম্মদ ইউনূস করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis