ড. মুহাম্মদ ইউনূস ছয় বছ‌রের ক্ষমতা পা‌চ্ছেন দাবিতে চ্যানেল২৪ এবং যমুনা টিভির নামে ভুয়া তথ্য

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ০৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় বছর ক্ষমতা পাচ্ছেন দাবিতে একটি তথ্য বাংলাদেশের মূলধারার দুটি গণমাধ্যম চ্যানেল২৪ ও যমুনা টিভির সূত্র দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চ্যানেল২৪ কে সূত্র দেখিয়ে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

যমুনা টিভির নামে তৈরি ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কা‌রের জন‌্য ছয় বছরের ক্ষমতা পাচ্ছেন দাবিতে গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ হয়নি বরং চ্যানেল২৪ এর নামে ভুয়া সূত্র দেখিয়ে এবং যমুনা টিভির আদলে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে।

চ্যানেল২৪-এর নাম ব্যবহার করে প্রচারিত এই সংবাদের সত্যতা যাচাই করতে গণমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করা হয়। কিন্তু সেখানে আলোচিত কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং, চ্যানেল২৪-এর ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ ধরনের কোনো সংবাদ প্রচারের কথা অস্বীকার করা হয়েছে এবং এটিকে ভুয়া বলে উল্লেখ করা হয়েছে।

যমুনা টিভির নামে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমেও এই একই দাবি প্রচার করা হচ্ছে। এই দাবির সত্যতা যাচাই করতে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করা হয়। কিন্তু আলোচিত ফটোকার্ডটির অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে যমুনা টিভির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে, তারা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেননি।

এছাড়া, অন্যান্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছয় বছরের জন্য ক্ষমতা পাচ্ছেন দাবিতে গণমাধ্যমকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

তথ্যসূত্র

  • Channel24 – Facebook Post
  • Statement from Jamuna Tv 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img