চলতি মাসে কোটা আন্দোলনে যাত্রাবাড়ীতে কোনো পুলিশ মারা যায়নি, যমুনা টিভির নামে ভুয়া তথ্য

গত ০২ আগস্ট চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া গণমিছিল কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করলে আন্দোলনকারীদেরে সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এরই প্রেক্ষিতে, মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির সূত্র ব্যবহার করে ‘যাত্রাবাড়ি দুইজন পুলিশ নিহত’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ০২ আগস্ট ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে আজ (০৩ আগস্ট) ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলতি মাসে যাত্রাবাড়ীতে ‍দুইজন পুলিশ নিহত হওয়ার দাবিটি সঠিক নয় এবং ‍যমুনা টিভিও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তির আহতের খবর গণমাধ্যমে এলেও যাত্রাবাড়িতে আগস্টে কোনো পুলিশ মারা যায়নি বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। 

অনুসন্ধানের শুরুতে যাত্রাবাড়িতে দুইজন পুলিশ নিহত হওয়ার দাবিতে যমুনা টিভি কোনো সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে যমুনা টিভি’র ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে এ বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য যমুনা টিভি’র নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানা, “যমুনা এমন কোনো তথ্য প্রকাশ করেনি।”

তবে, গত ২৬ জুলাই যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রায়েরবাগ শনির আখড়া এলাকায় পুলিশের দুই সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ০৩ আগস্ট ‘দুই পুলিশ সদস্য হত্যার বিচার চান স্বজনরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের নায়েক গিয়াস উদ্দিনকে গত ১৯ জুলাই ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুক্তাদিরকে ২০ জুলাই হত্যা করা হয়।

অর্থাৎ, ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়িতে ‍দুইজন পুলিশ নিহত হওয়ার অভিযোগ থাকলেও চলতি মাসে সেখানে কোনো পুলিশ নিহত হওয়ার খবর যমুনা বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।

মূলত, গত ০২ আগস্ট ছাত্র গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া গণমিছিল কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করলে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে যমুনা টিভির সূত্র ব্যবহার করে ‘যাত্রাবাড়ি দুইজন পুলিশ নিহত’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, গত ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়িতে দুইজন পুলিশ নিহত হওয়ার অভিযোগ থাকলেও আগস্টে যাত্রাবাড়িতে কোনো পুলিশ মারা যায়নি। ‍এমনকি ‍যমুনা টিভিও আলোচিত দাবিতে কোনো সংবাদ প্রকাশ করেনি।

সুতরাং, যমুনা টিভির নাম ব্যবহার করে  আগস্টে যাত্রাবাড়িতে দুইজন পুলিশ নিহত হওয়া শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img