গত ০৮ মে টিকটকে সিয়াম আহমেদ নামে অ্যাকাউন্ট থেকে, ‘অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে একত্রে লাইভে এসে শাকিব খান হাত যোড় করলেন’ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে শাকিব খানকে বলতে শোনা যায়, ‘তোমরা এতো বছরে নিশ্চয়ই বুঝেছো আমি আমার ব্যক্তি লাইফ খুব একটা ফ্ল্যাশ করতে চাই না যে আমি কি করছি, কি করে বেড়াচ্ছি। স্পেশালি আজকে তো শুধু তোমাদের দুজনের জন্যই আমার এখানে আসা…..।’
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত ভিডিওটি এখন পর্যন্ত ১৮ লক্ষাধিক বার দেখা হয়েছে।
একই ভিডিও ২০২২ সালেও প্রচার করা হয়েছে। সেসময় ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে লাইভে আসেননি শাকিব খান বরং শাকিব, অপু ও বুবলীর পুরোনো ও ভিন্ন ভিন্ন লাইভের অংশ জোড়া লাগিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের ২০২০ সালের ৪ আগস্ট Live Tech নামের একটি ইউটিউব চ্যানেলে শাকিব খানের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভের ০৯ মিনিট ৪৮ সেকেন্ড ও ০৫ মিনিট ৩০ সেকেন্ডের কিছু অংশ কেটে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়। এই লাইভ ভিডিওতে শাকিবের সাথে অপু বা বুবলীকে দেখা যায়নি। বরং ইমন ও নীরবকে দেখা যায়।
এছাড়াও, ২০২২ সালের পহেলা ফেব্রুয়ারি শবনম বুবলীর একটি লাইভের কিছু অংশ ও একই বছরের ১৩ ফেব্রুয়ারি অপু বিশ্বাসের একটি লাইভের কিছু অংশ একসাথে আলোচিত ভিডিওতে যুক্ত করে দাবিটি প্রচার করা হয়েছে।
মূলত, ২০২০ সালে শাকিব খানের ঈদ আড্ডার একটি লাইভের কিছু অংশ কেটে তার সাথে অপু বিশ্বাস ও শবনম বুবলীর আলাদা দু’টি লাইভের কিছু অংশ যুক্ত করে দাবি করা হয়, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে একত্রে লাইভে এসে কথা বলেছেন শাকিব খান। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এই দাবিটি সঠিক নয়। শাকিব সম্প্রতি অপু ও বুবলীকে নিয়ে কোনো লাইভে অংশ নেননি।
সুতরাং, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে শাকিব খানের একত্রে লাইভে আসার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Live Tech: Shakib Khan | Emon | Nirob | Eid Adda | Live Radio
- Apu Biswas: Facebook Live
- Bubly: Facebook Live
- Rumor Scanner’s Own Research