Fact Check: পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা নিয়ে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি “যেখানে গত কয়েকদিন আগে পিএসজির ইন্সটাগ্রামে ফলোয়ার ছিলো মাত্র ১৯.৮ মিলিয়ন সেখানে মেসি টু পিএসজি ইফেক্টের কারনে কয়েকদিনে তা ২ গুন হয়ে ৪০.২ মিলিয়নে দাঁড়িয়েছে।” শীর্ষক শিরোনামে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেসির আগমনের কয়েকদিন পূর্বে পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ১৯.৮ মিলিয়ন নয় বরং প্রায় ৩৮ মিলিয়ন ছিলো।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরিসংখ্যান ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেডের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ০৬ আগস্ট পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৩৮ মিলিয়ন। তবে শুধুমাত্র গত ০৩ দিনে পিএসজির ইন্সটাগ্রাম আইডিতে প্রায় ৪ মিলিওন নতুন ফলোয়ার যুক্ত হয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

গত ২৯ জুলাই জনপ্রিয় স্পোর্টসভিত্তিক ওয়েবসাইট Sports Keda কর্তৃক “10 football clubs with the most followers on Instagram” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ৩৭.২ মিলিয়ন।

উল্লেখ্য, পিএসজির ইন্সটাগ্রাম আইডিতে ২০১৯ সালের মার্চ মাসে ১৯.৮ মিলিয়ন ফলোয়ার সম্পন্ন হয়েছিলো।

২০১৯ সালের মার্চ মাসের পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার / সুত্রঃ ইন্সটাগ্রাম অ্যানালিটিকেল ডাটা

এছাড়া গত ৬ই আগস্ট পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিলো প্রায় ৩৮ মিলিয়ন এবং রিউমর স্ক্যানারের এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বর্তমানে ফলোয়ার সংখ্যা প্রায় ৪২.৬ মিলিয়ন। অর্থাৎ গত ০৬ দিনেই প্রায় ৪.৬ মিলিয়ন ফলোয়ার বৃদ্ধি পেয়েছে।

২০২১ সালের আগষ্ট মাসের পিএসজির ইন্সটাগ্রাম ফলোয়ার / সুত্রঃ ইন্সটাগ্রাম অ্যানালিটিকেল ডাটা

প্রসঙ্গত, গতকাল ফরাসী ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি।

অর্থাৎ, মেসির যোগদানের পূর্বে পিএসজি’র ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৯.৮ মিলিয়ন ছিলো শীর্ষক তথ্য ও স্ক্রিনশটটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পিএসজির ইন্সটাগ্রামে ফলোয়ার ছিলো মাত্র ১৯.৮ মিলিয়ন সেখানে মেসি টু পিএসজি ইফেক্টের কারনে কয়েকদিনে তা ২ গুন হয়ে ৪০.২ মিলিয়নে দাঁড়িয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img