যমুনা টিভির নকল ফটোকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হার্ট অ্যাটাকের ভুয়া খবর

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গতকাল (০১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে একটি দাবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হার্ট অ্যাটাক করেছেন। 

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হার্ট অ্যাটাক করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় এবং যমুনা টিভিও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং যমুনা টিভির আদলে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে গতকাল সকাল থেকেই উক্ত দাবিটি প্রচার করা হলেও দাবি প্রচার পরবর্তী ঘন্টা কয়েকের মধ্যেই প্রধানমন্ত্রীকে জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গেছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিটির সূত্রপাতের খোঁজ করতে গিয়ে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে রিউমর স্ক্যানার দেখেছে, গতকাল (০১ আগস্ট) সকাল ০৯ টা ৩৯ মিনিটে মো. আল আমিন নামে এক ব্যক্তি এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করে খবরটির সত্যতা জানতে চান। 

Screenshot: Facebook 

অর্থাৎ, ০১ আগস্ট অন্তত সকাল থেকেই আলোচিত দাবি সংক্রান্ত পোস্ট ফেসবুকে পাওয়া যাচ্ছে। 

ভাইরাল এই দাবিটি প্রচার করা হয়েছে যমুনা টিভির ফটোকার্ডের আদলে। তারিখ লেখা রয়েছে ০১ আগস্ট ২০২৪। সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ফেসবুক পেজে ০১ আগস্ট সকাল ১০ টা পর্যন্ত প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার। পেজে আলোচিত দাবিতে কোনো ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। তবে একইদিন সকাল ১১ টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করে গণমাধ্যমটি। এই ফটোকার্ডে দেওয়া তথ্য থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবসের একটি কর্মসূচীতে যোগ দিয়েছেন। 

এই কর্মসূচীটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। 

সকাল সাড়ে ১১ টায় রাষ্ট্রীয় গণমাধ্যমটির ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে দেখা যায়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিলের এই আয়োজনটি করে বাংলাদেশ কৃষক লীগ (বিকেএল)। এই আয়োজনে প্রধানমন্ত্রীকে সুস্থ এবং স্বাভাবিকভাবেই বক্তব্যও দিতে দেখা যায়। 

অর্থাৎ, আলোচিত দাবিটি প্রচার শুরুর ঘন্টা দুয়েকের মধ্যেই প্রধানমন্ত্রীকে জনসম্মুখে দেখা গেছে। 

দাবিটির বিষয়ে কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

মূলত, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গতকাল (০১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাক করার দাবিটি সঠিক নয়। এই দাবিটি প্রচার শুরুর ঘন্টা কয়েকের মধ্যেই প্রধানমন্ত্রীকে জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গেছে। তাছাড়া, যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যমও এ সংক্রান্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। 

সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হার্ট অ্যাটাক করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং আলোচিত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

  • Bangladesh Television: Live Video 
  • Rumor Scanner’s own analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img