কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সংঘাত ও সহিংসতার ঘটনাপ্রবাহের মধ্যেই গতরাত থেকে “হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের চিকিৎসার জন্য গেলেন সিঙ্গাপুর এবং হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের রাতেই যাচ্ছেন ভারতে” শীর্ষক শিরোনাম বা তথ্যে জাতীয় দৈনিক কালবেলার আদলে তৈরি দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কাদেরের সিঙ্গাপুর যাওয়ার দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
তিনি ভারত যাওয়ার দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের অসুস্থ হয়ে সিঙ্গাপুর বা ভারত যাওয়ার তথ্যে বা শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং কালবেলার ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড দুইটি পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডগুলো প্রচারের তারিখ ০৪ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে।
কালবেলার লোগো এবং প্রচারের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে কালবেলার ফেসবুক পেজ এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, কালবেলার ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো সংবাদও পাওয়া যায়নি।
তবে আজ (৪ আগস্ট) “কালবেলার নামে ওবায়দুল কাদেরকে জড়িয়ে ভুয়া খবর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ‘হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের, রাতেই যাচ্ছেন ভারতে’, মূলত এটি একটি ভুয়া ফটো কার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা ফটো কার্ড করেনি।
পাশাপাশি কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে প্রচারিত ফটোকার্ডগুলোর মধ্যে পার্থক্য রয়েছে।
তাছাড়া, ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন শীর্ষক কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারত ও সিঙ্গাপুর চলে গেছেন দাবিতে কালবেলার আদলে তৈরি দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি৷ কাদেরও দেশ ছাড়েননি।
সুতরাং, ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারত ও সিঙ্গাপুর চলে গেছেন দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।
তথ্যসূত্র
- Kalbela- কালবেলার নামে ওবায়দুল কাদেরকে জড়িয়ে ভুয়া খবর
- Rumor Scanner’s Own Analysis