বুধবার, অক্টোবর 9, 2024

Fact Check: মেসি ও নেইমারের হাতে আকাঁ ট্যাটু কি দাজ্জালের চিহ্ন?

সম্প্রতি “এক চোখ কানা দাজ্জালের চিহ্ন, যা ইলুমিনাতির সদস্যরা ব্যবহার করে থাকে। মুসলিম যুবকেরা দেখো কাকে তোমরা সমর্থন করছো! সাবধান হও যুবক” শীর্ষক শিরোনামে মেসি ও নেইমারের হাতে আকাঁ চোখের ট্যাটুর কিছু ছবি দাজ্জালের চিহ্ন দাবীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় মেসি ও নেইমারের হাতে আকাঁ চোখের ট্যাটু দাজ্জালের চিহ্ন নয় বরং ট্যাটুগুলো মেসির স্ত্রী এবং নেইমারের পুত্রের চোখের আদলে আকাঁ।

গোল ডট কম, স্পোর্টস মব সহ আরো কিছু সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্ত্রী ও সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেই মেসি তার স্ত্রীর এবং নেইমার তার ছেলের চোখের ট্যাটু করেছে। মেসির ডান হাতের বাইসেপ্সের ট্যাটুটি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর চোখের ন্যায় আঁকা।

নেইমারের বাম হাতের ট্যাটুটি তার শিশুপুত্র ডেভি লুসার চোখের ন্যায় আঁকা

এছাড়াও মেসির শরীরে মোট ১৮ টি এবং নেইমারের শরীরে মোট ৪৬ টি ট্যাটু রয়েছে যা বিভিন্ন অর্থবহন করে।

উল্লেখ্য, ট্যাটুগুলো মেসি ও নেইমার ইলুমিনাতির সদস্য প্রতীক হিসেবে আঁকিয়েছে এমন কোন তথ্যের অস্তিত্ব ইন্টারনেটে পাওয়া যায় নি। পাশাপাশি, ট্যাটুতে থাকা চোখগুলোর সাথে ইলুমিনাতির প্রতীকে থাকা চোখের কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না।

অর্থাৎ, মেসি ও নেইমারের নিজ নিজ পরিবারের সদস্যদের জন্য আকাঁ ট্যাটুকে দাজ্জালের চিহ্ন দাবীতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মেসি ও নেইমারের হাতে আকাঁ চোখের ট্যাটুটি দাজ্জালের চিহ্ন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img