আজ ৩১ মার্চ ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে দিয়ে তার পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে ২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দলে নিয়েছেন দলটির পরামর্শক গৌতম গম্ভীর।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ৬০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৪ শতাধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে চেন্নাই সুপার কিংসে বদলি হিসেবে দিয়ে মুস্তাফিজুর রহমানকে ২৫ কোটিতে কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির শিরোনামে মিচেল স্টার্ককে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে দিয়ে তার পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে ২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে নিয়েছে দলটির পরামর্শক গৌতম গম্ভীর শীর্ষক দাবি উল্লেখ থাকলেও এর বিস্তারিত অংশে এমন কিছু বলা হয়নি। সেখানে সংবাদপাঠ অংশে বলা হয়েছে, গৌতম গম্ভীর মিচেল স্টার্কের বাজে পারফরম্যান্সের কারণে তার পরিবর্তে মুস্তাফিজকে দলে নিতে চান।
অর্থাৎ, ভিডিওটির বিস্তারিত অংশের সাথে এর শিরোনামে উল্লেখিত তথ্যের অমিল রয়েছে।
এছাড়াও, গণমাধ্যম কিংবা আইপিএল সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
তাছাড়া, আইপিএলের ওয়েবসাইটে কলকাতা নাইট রাইডার্সের ২০২৪ মৌসুমের স্কোয়াড তালিকা পর্যবেক্ষণ করে সেখানে মুস্তাফিজুর রহমানের নাম খুঁজে পাওয়া যায়নি
এছাড়াও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজ রাত ৮ টায় শুরু হওয়া চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচে মুস্তাফিজুর রহমানকে চেন্নাইয়ের হয়ে মাঠে খেলতে দেখা যায়। এই ম্যাচে মুস্তাফিজ বল হাতে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন। ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস এর কাছে ২০ রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস।
অর্থাৎ, মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়েই খেলছেন, কলকাতা নাইট রাইডার্স তাকে দলে খেলার জন্য কিনে নেয়নি।
মূলত, গত ২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ১৭ তম আসর শুরু হয়েছে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ২ কোটি রুপিতে কেনা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম ২৫ কোটি রুপিতে কিনেছিলো অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। তবে স্টার্ক প্রথম দুই ম্যাচে তেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দলটির হয়ে। এরই প্রেক্ষিতে আজ ৩১ মার্চ ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, মিচেল স্টার্ককে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে দিয়ে তার পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে ২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে দলটির পরামর্শক গৌতম গম্ভীর। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে চেন্নাইয়ে সুপার কিংসে বদলি হিসেবে দিয়ে মুস্তাফিজুর রহমানকে ২৫ কোটিতে কলকাতা নাইট রাইডার্সের দলে নেয়নি।
উল্লেখ্য, পূর্বেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Indian Premier League: https://www.iplt20.com/teams/kolkata-knight-riders
- Chennai Super Kings: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis