মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

বন্যা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সকলকে ৮৫০০ টাকা প্রদানের ভুয়া প্রচারণা

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র জনতা মিলে দেশের প্রতিটি প্রান্তে বন্যার্তদের সহায়তার জন্যে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ করেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, বন্যা মোকাবেলায় সরকার সবাইকে ৮৫০০ টাকা করে দিচ্ছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সকলকে ৮৫০০ টাকা দেওয়ার দাবিটি সঠিক নয় বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এমন প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানে সরকার থেকে ৮৫০০ টাকা পাওয়ার প্রলোভন দেখানো ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে এটি 408 Request Time-out ত্রুটি দেখায় যার ফলে ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।

Screenshot: tubetrek.xyz

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় সবাইকে উক্ত পরিমাণ অর্থ প্রদান করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বন্যা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সবাইকে বিকাশে ৮৫০০ টাকা দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img