গত ২৭ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় আফগানিস্তান। ম্যাচ শুরুর আগে আফগানিস্তান দল মাঠে দাঁড়িয়ে বুকে হাত রেখে রীতি অনুযায়ী দেশের জাতীয় সঙ্গীত পাঠ না করে সুরা ফাতিহা পাঠ করেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তান খেলা শুরু হওয়ার আগে সূরা ফাতিহা পাঠ করেছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, সে সময় জাতীয় সংগীত গাওয়ার ফুটেজ সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে সূরা ফাতিহা অডিও সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে থাকা অডিওর সাথে খেলোয়াড়দের মুখভঙ্গির অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। পরবর্তীতে ‘VIVANT’ নামের একটি ইউটিউব অ্যাকাউন্টে গত ২৭ জুন ‘#afg vs sa T20 World Cup semifinal national anthem’ শিরোনামে আপলোডকৃত আফগানিস্তান দলের জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও সাদৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওটিতে আফগানিস্তান দলকে রীতি অনুযায়ী তাদের দেশের জাতীয় সংগীতই গাইতে দেখা যায়।
Screenshot comparison: Rumor Scanner
ইউটিউবে প্রচারিত ভিডিওটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচের কিনা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে ‘Cricket HighLitx’ নামের পেজ থেকে উক্ত ম্যাচের একটি হাইলাইটস ভিডিও পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়। এছাড়াও, উক্ত ম্যাচের আরও কিছু হাইলাইটস ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
বিশ্বকাপের অন্য ম্যাচেও(ভারত-আফগানিস্তান) আফগানিস্তান দল একই জাতীয় সংগীতই গেয়েছিল।
মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচের খেলা শুরু হওয়ার আগে আফগানিস্তান ক্রিকেট দল জাতীয় সংগীতের পরিবর্তে সূরা ফাতিহা পাঠ করেছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। বরং, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা -আফগানিস্তান ম্যাচের ভিডিও ফুটেজ প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে সূরা ফাতিহার অডিও সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, আফগানিস্তান ক্রিকেট দল রীতি অনুযায়ী তাদের দেশের জাতীয় সংগীতই গেয়েছিলেন।
সুতরাং, টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তান দল খেলা শুরু হওয়ার আগে রীতি অনুযায়ী জাতীয় সংগীত পাঠ না করে সূরা ফাতিহা পাঠ করেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- VIVANT: #afg vs sa T20 World Cup semifinal national anthem
- Cricket HighLitx: Afghanistan vs South Africa Semi Final full Highlights | Icc T20 World Cup 2024
- Rumor Scanner’s Own Analysis